নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: রাজ্য কমিটির কেন্দ্রীয় পর্যবেক্ষক ইয়া মহিউদ্দিন-এর উপস্থিতিতে বুধবার এসডিপিআই-এর রাজ্য অফিসে অনুষ্ঠিত হল রাজ্য কমিটির বৈঠক। সভাপতিত্ব করেন রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি মুহাম্মদ সাহাবুদ্দিন ও স্বপন কুমার বিশ্বাস, রাজ্য সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম, রাজ্য সম্পাদক এ.কে.এম গোলাম মোর্তজা সহ রাজ্য কমিটির সদস্যবৃন্দ। বৈঠকে ৩টি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। তার মধ্যে অন্যতম হল, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন সহ যাবতীয় কাজ সঠিকভাবে পরিচালনার দাবিতে মুর্শিদাবাদ জেলা কমিটিকে আন্দোলন গড়ে তোলা। ধূপগুড়ি উপনির্বাচনে বিজেপি পরাস্ত হলেও তার প্রাপ্ত ভোট রীতিমতো উদ্বেগজনক। সরকারের দায়বদ্ধতা- দরিদ্র, পিছিয়ে পড়া শ্রেণীর মানুষকে এগিয়ে নিয়ে আস। শ্রমজীবী মানুষের মজুরি বৃদ্ধি করা এবং সকল জনগণকে যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়া। সরকার এ সব দায়িত্বকে অবহেলা করে বিধায়ক, মন্ত্রীদের বেতন বৃদ্ধি করে চলেছে অস্বাভাবিক হারে। এই পদক্ষেপ ন্যায়ের পরিপন্থী।বিস্তারিত আলোচনা হয় মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের বেহাল অবস্থা নিয়ে, ২০২১ সালে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ঘোষণা হওয়ার পর এখন পর্যন্ত কোনো রকম কনস্ট্রাকশনের কাজ শুরু হয়নি, বর্তমানে উপাচার্য নেই, আরবি সহ নানান ডিপার্টমেন্টে স্থায়ী অধ্যাপক নিয়োজিত হয়নি। সমস্ত ডিপার্টমেন্টেই নির্দিষ্ট সময়ে ক্লাস শুরু করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এই সমস্ত বেহাল অবস্থা দূর করে কিভাবে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়কে পূর্ণতা দান করা যায় তা নিয়ে সরকারের কাছে দাবি জানানো হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct