আসিফ রনি, নবগ্রাম, আপনজন: আবগারি দপ্তরের হানায় গ্রেপ্তার হল দুজন মহিলা চোলাই মদ বিক্রেতা। বাজেয়াপ্ত প্রচুর পরিমাণে চোলাই মদ। ঘটনায় ব্যাপক চঞ্চল্য ছড়াল নবগ্রামে। নবগ্রামের বিভিন্ন জায়গায় একের পর এক বিভিন্ন সময়ে পুলিশের অভিধানে বাজেয়াপ্ত হচ্ছে চোলাই মদ। মদ মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিভিন্ন সময় সামাজিক সচেতনতা মূলক অভিযান চালাচ্ছে পুলিশ। জানা যায়,বুধবার গোপন সূত্রে খবর পেয়ে আবগারি দপ্তরের আধিকারিকরা নবগ্রাম থানার শিবপুর গ্রাম পঞ্চায়েতের ফাঁপড় গ্রামের অভিযান চালায় একাধিক বাড়িতে। পুলিশ সূত্রে খবর বাজেয়াপ্ত হয় প্রচুর পরিমাণে চোলাই মদ সহ মদ তৈরির উপকরণ ও প্রয়োজনীয় জিনিস পত্র। নবগ্রাম সার্কেলের আবগারী দপ্তরের ওসি শহিদুল ইসলাম জানান, মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক দিকে যেমন আমরা অভিযান চালাচ্ছি তেমনি সাধারণ মানুষের সাহায্য কামনা করছি। তিনি আরো জানান -ফাঁপড় গ্রামে প্রচুর পরিমাণে চোলাই মদ বাজেয়াপ্ত হয়েছে ,ঘটনায় দুই চোলাই মদ বিক্রিতা মহিলাকে গ্রেফতার করা হয় । এদিন ই তাদের লালবাগ কোর্টে পেস করা হলে , আবগারি দপ্তরকে তদন্তের সহযোগিতার শর্তসাপেক্ষে বিচারক জামিন দেন। এদিন নবগ্রাম সার্কেলের আবগারি দপ্তরের পাশাপাশি সঙ্গে ছিলেন সাগরদিঘী ,মুর্শিদাবাদ, ফারাক্কা, রঘুনাথগঞ্জ ও সামসেরগঞ্জের আবগারি দপ্তরের আধিকারিকগণ। সাধারন মানুষকে চোলাই মুক্ত করতে এবং সাধারন মানুষকে চোলাই মদের ক্ষতিকারক প্রভাব থেকে বাঁচাতে আবগারী দপ্তরের এই উদ্যোগ। তাদের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষজন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct