এম মেহেদী সানি, বারাসত, আপনজন: উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের স্থায়ী সমিতি গঠিত হল বুধবার ৷ গত ১৬ই আগস্ট জেলা পরিষদের সভাধিপতি পদে শপথ নিয়েছিলেন নারায়ণ গোস্বামী, সহ-সভাধিপতি পদে নির্বাচিত হন বীণা মন্ডল ৷ এ দিন নির্দিষ্ট সময়সীমার মধ্যে জেলা পরিষদের স্থায়ী সমিতি গঠন করা হলো, ৯টি স্থায়ী সমিতিতে মোট ৪৫ জন সদস্য-সদস্যাকে রাখা হয়েছে ৷ ৬৬ টি আসন বিশিষ্ট উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সবকটি আসনেই জয়ী হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা৷ নবনির্বাচিত সভাধিপতি, সহ-সভাধিপতি, স্থায়ী সমিতির সদস্য-সদস্যা, অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও দলনেতা পদে মোট ৫০ জন সুযোগ পেয়েছেন ৷ পঞ্চায়েত দপ্তরের সঙ্গে আলোচনার পর বাকিদের বিভিন্ন ক্ষেত্রে সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী ৷ জেলা পরিষদের অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আরসাদ-উর-জামান, উপাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন তৃপ্তি ঘোষ, পাশাপাশি জেলা পরিষদের দলনেতা হিসেবে মনোনীত হয়েছেন মৃত্যুঞ্জয় মন্ডল ৷
নবগঠিত স্থায়ী সমিতিতে রয়েছে একাধিক নতুন মুখ ৷ স্থায়ী সমিতির তালিকা দেখে অনেকেই অনুমান করছেন কর্মাধ্যক্ষ হিসাবে একাধিক নতুন মুখ দেখা যাবে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদে ৷ ৯টি স্থায়ী সমিতিতে ৫ জন করে মোট ৪৫ জন সদস্য মনোনীত হয়েছেন তাদের মধ্যে থেকেই প্রত্যেকটি স্থায়ী সমিতিতে একজন করে কর্মাধ্যক্ষ নির্বাচিত হবেন ৷ তবে নির্বাচিত কর্মদক্ষদের নাম ঘোষণার আগেই রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হতে চলেছেন অজিত কুমার সাহা ৷ পূর্ত, কার্য ও পরিবহন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হতে চলেছেন দীপক লাহিড়ি ৷ ক্ষুদ্র শিল্প, বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হতে চলেছেন মফিদুল হক সাহাজি ৷ মৎস্য ও প্রাণীসম্পদ বিকাশ স্থায়ী সমিতির কর্মদক্ষ হতে চলেছেন শেখ শাজাহান ৷ বন ও ভূমি দপ্তরের পুনরায় দায়িত্ব পাচ্ছেন একেএম ফারাহাদ ৷ শিক্ষা, সংস্কৃতি, তথ্য ও ক্রীড়া স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হতে চলেছেন বোরহানুল মুকাদ্দেম লিটন ৷ খাদ্য ও সরবরাহ স্থায়ী সমিতি হতে চলেছেন সাহানুর মন্ডল ৷ নারী, শিশু উন্নয়ন, ত্রাণ ও জনকল্যাণ স্থায়ী সমিতি কর্মাধ্যক্ষ হতে চলেছেন জাহানারা বিবি ৷ কৃষি, সেচ ও সমবায় স্থায়ী সমিতির কর্মাধক্ষ্য হতে চলেছেন জ্যোতি চক্রবর্তী ৷ তবে এর মধ্যে কিছুটা রদবদল হলেও হতে পারে বলে খবর ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct