আপনজন ডেস্ক: ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও কয়েক ৩৭ জন আহত হয়েছে।ভিয়েতনামের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, নয় তলা ভবন থেকে প্রায় ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। রাতে লাগা আগুন নিভিয়ে ফেলা হলেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।হ্যানয়ের কর্তৃপক্ষ বলছে, নতুন নির্মিত অনেক অ্যাপার্টমেন্ট অগ্নিনিরাপত্তা বিধি মেনে চলে না।পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম প্রথমে জানিয়েছিল, অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে ৩০ জনেরও বেশি লোক মারা গেছে। এদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনের পার্কিং ফ্লোরে আগুনের সূত্রপাত। সেখানে অনেকগুলো গাড়ি পার্ক করা ছিল।বাসিন্দারা স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টার দিকে একটি বিকট বিস্ফোরণ শুনতে পান। পরে তারা ভবনদিয়ে কালো ধোঁয়া উঠতে দেখেন।একটি পরিবার জানিয়েছে, তাদের জানালার ধাতব রেলিং ভেঙে এবং পাশের একটি ভবনে সিঁড়ি লাগিয়ে ভবন থেকে বের হয়ে আসতে সক্ষম হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct