নিজস্ব প্রতিনিধি, ভাটপাড়া, আপনজন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছেন কোন জলাশয় ভরাট করা যাবে না।তবু কোন কোন জায়গায় মাঝেমধ্যেই জলাশয় ভরাটের অভিযোগ সামনে আসছে। আজ ভাটপাড়া পৌরসভার ৩০ নম্বর ওয়ার্ডের নতুনগ্রাম এলাকায় দীর্ঘদিন ধরে একটি জলাশয় ভরাটের খবর শোনা যাচ্ছিল। এদিন সেই খবর পেয়ে একেবারে ঘটনাস্থলে উপস্থিত হন ব্যারাকপুর -১ বিএলআরও দীপঙ্কর দে। এমনকি খবর পেয়েই সেখানে উপস্থিত হন ভাটপাড়া পৌরসভার ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাটপাড়া পৌরসভার জঞ্জাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সিআইসি সমর পাঠক। জানা গিয়েছে, অবৈধভাবে জলাশয় ভরাট করা হচ্ছিল ওই নতুনগ্রাম এলাকায়। সেখানে দাড়িয়েই বিএলআরও বলেন, অবিলম্বে এই জলাশয় খননের কাজ শুরু করতে হবে। যদি এই জলাশয় খনন করে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া না হয় তাহলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান বিএলআরও দীপঙ্কর দে। পুকুর ভরাট নিয়ে বি এল আর ও’র এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। কিন্তু উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত ভাটপাড়ার বেশ কিছু ওয়ার্ডে ব্যাপকভাবে পুকুর ভরাটের অভিযোগ পাওয়া যাচ্ছে। যার বিরুদ্ধে প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দিয়েছেন সাংসদ অর্জুন সিং।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct