আপনজন ডেস্ক: ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই স্ত্রী-সন্তান নিয়ে নতুন বাড়ির সন্ধানে বেশ দৌড়ঝাঁপ করেছেন লিওনেল মেসি। মনের মতো বাড়িটা অবশেষে খুঁজে পেয়েছেন। ফ্লোরিডার ফোর্ট লডারডেলে ১ কোটি ৭ লাখ ৫০ হাজার ডলারে বিলাসবহুল বাড়ি কিনেছেন মেসি, বাংলাদেশি মুদ্রায় দাম ১১৮ কোটি টাকা।মার্কিন সাময়িকী ‘আর্কিটেকচারাল ডাইজেস্ট’ বলছে, মেসির নতুন বাড়িটির আয়তন ১০ হাজার ৫০ বর্গফুট। ফোর্ট লডারডেলের অভিজাত এলাকা বে কলোনির গেটেড কমিউনিটিতে এর অবস্থান। বাড়িটিতে রয়েছে ১০টি শয়নকক্ষ, ৯টি বাথরুম, খোলামেলা রান্নাঘর, একটি সুইমিংপুল ও তিনটি গাড়ি রাখার গ্যারেজ। বাড়ির চারপাশে লেক। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ থাকায় মেসি এই মুহূর্তে আর্জেন্টিনা দলের সঙ্গে বলিভিয়ার লাপাজে আছেন। তবে শতভাগ ফিট না হওয়ায় গত রাতের ম্যাচটিতে খেলেননি। তাঁকে ছাড়াই বলিভিয়াকে ৩–০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। এ মাসে জাতীয় দলের আর কোনো ম্যাচ না থাকায় শিগগিরই ইন্টার মায়ামিতে যোগ দেবেন। ফ্লোরিডায় ফিরেই উঠবেন নতুন বাড়িতে। ইন্টার মায়ামিতে নাম লেখানোর আগে থেকেই অবশ্য মেসি নিয়মিত পরিবার নিয়ে ফ্লোরিডায় আসতেন। ছুটি কাটানোর জন্য তাঁর পছন্দের জায়গাগুলোর একটি যুক্তরাষ্ট্রের দক্ষিণের এই অঙ্গরাজ্য।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct