অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: অবৈধ টোটো চলাচল বন্ধ করতে ফের ময়দানে নামল জেলা আঞ্চলিক পরিবহন দপ্তর। বুধবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের অন্তর্গত দশ মাইল পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় নাকা চেকিং চালায় জেলা আঞ্চলিক পরিবহন দপ্তর। অবৈধ ভাবে চলাচল করা বেশ কিছু টোটো কে আটক করা হয়। মূলত যাদের নম্বর নেই বা রেজিস্ট্রেশন নেই , রাস্তায় চলাচল করা সেই সমস্ত টোটো ও অটো গুলিকে এদিন আটক করা হয়। জেলা আঞ্চলিক পরিবহন দপ্তর মারফত জানা গিয়েছে, এদিন অবৈধভাবে চলা মোট দশটি অটো ও টোটো কে আটক করা হয়। এ বিষয়ে জেলা আঞ্চলিক পরিবহন আধিকারিক (আরটিও) সৌমিত্র বিশ্বাস জানান, আপাতত টোটো চালকদের সচেতন করে ছেড়ে দেওয়া হয়েছে। এখন থেকে নিয়মিত চলবে এই অভিযান।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct