সুব্রত রায়, কলকাতা, আপনজন: অভিষেক বন্দোপাধ্যায়কে বাঘের বাচ্চা বলে সম্বোধন করলেন মেয়র ফিরহাদ হাকিম। বুধবার মহান বিপ্লবী যতীন দাসের আত্মবালিদান দিবসে মাল্যদান করতে এসে এমনই দাবি ফিরহাদ হাকিমের। এদিন তিনি বলেন যে, আজকে ইন্ডিয়া জোটের বৈঠক ছিল । তার পরেও তাকে আজকে নোটিশ দিয়ে অন্যায়ভাবে ডাকা হল। তিনি বলেন আমি ধন্যবাদ জানাই অভিষেককে যে পরোয়া করেনি । সেই চাইলে একটা চিঠি দিয়ে বলতেই পারতো। কিন্তু সে চ্যালেঞ্জ স্বীকার করে বলেছে যে আমি জিজ্ঞাসাবদের মুখোমুখি হব। তিনি আরো বলেন, অন্যায় ভাবে ডাকা আর নিরুপায় ভাবে মানুষকে ডাকা। যে অন্যায় করেনি। সেটা সমান ভাবে অন্যায়। এজেন্সিকে আমরা সম্মান করি ,সংস্থা দের আমরা সম্মান করি। কিন্তু দুঃখ লাগে যখন ক্ষমতার অপব্যাবহার এজেন্সিদের কাজে লাগানো হয়। দেশের শ্রেষ্ঠ আধিকারিক এই সংস্থা আছে। একটু মস্তিষ্কপ্রসূত একটা অন্যায়ের পিছু লাগিয়ে দেওয়া হচ্ছে। অথচ দেশের মানুষের অর্থ নিয়ে নীরব মোদী, মেহুল চোকসিরা দেশ থেকে পালিয়ে যাচ্ছে বলে এদিন অভিযোগ করেন ফিরহাদ হাকিম। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, বুধবার সকাল ১১টা ৩৪ মিনিটে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে প্রবেশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালো কাঁচে ঢাকা, পাশাপাশি কাঁচের ভিতরে নেট দেওয়া ছিল অভিষেকের গাড়ি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct