রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থেকে সাইকেল চালিয়ে হজ্ করতে মক্কা যাচ্ছেন ৫৫ বছর বয়সী নূরেমান শেখ। সামশেরগঞ্জের প্রত্যন্ত গ্রাম উত্তর মোহাম্মদপুর গ্রাম থেকে স্ত্রী, পাঁচ মেয়ে ও চার ছেলেকে বাড়িতে রেখেই আল্লাহর উপর ভরসা করে মক্কার উদ্দেশ্যে রওয়ানা দিলেন তিনি। মঙ্গলবার সকালে সকলের কাছ থেকে বিদায় নিয়ে ও সালাম দিয়ে বাড়ি থেকে বের হন নূরেমান শেখ। দীর্ঘ ছয় মাসের রাস্তার জন্য আসবাবপত্র থেকে শুরু করে পর্যাপ্ত টাকা ও খাবার নিয়েই হজ্ব করতে বেড়িয়েছেন সামশেরগঞ্জের বাসিন্দা। নূরেমান শেখ জানান, হজ্ব করাটা স্বপ্ন। গরিব মানুষ। টাকা পয়সা না থাকায় জাহাজে হজ্বে যাওয়ার সামর্থ নেই। তাই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে সাইকেল নিয়েই যাত্রা শুরু করলাম। তার দাবি, ভারতের বর্ডার পেরিয়ে পাকিস্তান, আফগানিস্তান, ইরান হয়ে মক্কায় পৌঁছাতে সময় লাগবে মোট ৬ মাস। প্রতিদিন ৪০ থেকে ৬০ কিলোমিটার সাইকেল চালিয়ে মসজিদে রাত্রি যাপন করবেন বলেও জানান নূরেমান। এদিকে পরিবার সূত্রে জানা গিয়েছে, সাইকেল চালিয়ে হজ্ব করার জন্য স্থানীয় বিডিও থেকে শুরু করে এসডিও,ডিএম অফিসেও আবেদন জানিয়েছিলেন নূরেমান শেখ। যদিও সব দেশের পাসপোর্ট কিংবা ভিসা নেওয়ার জন্য অত্যাধিক টাকার প্রয়োজন বলেই কর্মকর্তারা জানাতেই হতাশ হয়ে পড়েছিলেন ওই ব্যক্তি। ঠিক তারপরই শুধুমাত্র ভারতের পাসপোর্ট নিয়ে বাড়ি থেকে হজ্ব করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। পাকিস্তান বর্ডারে গিয়ে সেখানেই ভিসা সংক্রান্ত কথা বলে তারপরেই মক্কার দিকে এগিয়ে যাবেন বলেই জানিয়েছেন নূরেমান। এদিকে সামশেরগঞ্জের প্রত্যন্ত গ্রাম উত্তর মোহাম্মদপুর থেকে সুদূর মক্কার উদ্দেশ্যে হজ করতে যাওয়ার ঘটনায় নূরেমান শেখকে সাধুবাদ এবং দোয়া জানিয়েছেন এলাকাবাসীরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct