আপনজন ডেস্ক: ওয়ানডে ব্যাটসম্যানদের ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থানটা এখনো পাকিস্তানের দখলে। সেখানে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। কিন্তু ভারতীয় ব্যাটসম্যানরা বাবরের বেশ কাছাকাছি চলে এসেছেন।চলমান এশিয়া কাপে ভারতকে এখনো কেউ হারাতে পারেনি। শুবমান গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা ও লোকেশ রাহুলরা দারুণ ব্যাটিং করছেন। ভারতের অপরাজিত থাকার অন্যতম কারণ হতে পারে টপ অর্ডারে ব্যাটসম্যানদের দুর্দান্ত ব্যাটিং। কোহলি–রাহুল এরই মধ্যে সেঞ্চুরি পেয়েছেন, রোহিত ও শুবমান গিল পেয়েছেন দুটি করে ফিফটি। এমন পারফরম্যান্সের পর আইসিসির সাপ্তাহিক ব়্যাঙ্কিংয়ে ভারতের ব্যাটসম্যানদের ওপরে উঠে আসাই স্বাভাবিক ছিল। আজ প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে ঘটেছেও তাই। ৮৬৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বাবরকে চোখ রাঙাচ্ছেন ৭৫৯ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় শুবমান গিল। তাঁর ক্যারিয়ারে এটাই সেরা ব়্যাঙ্কিং। বাবরের সঙ্গে ব্যবধান ১০৩ পয়েন্টের। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করা কোহলিও দুই ধাপ উন্নতি করে ওয়ানডে ব্যাটসম্যানদের ব়্যাঙ্কিংয়ে আটে উঠে এসেছেন। রোহিতের উন্নতিও দুই ধাপ, ৯–এ উঠে এসেছেন ভারত অধিনায়ক। অর্থাৎ ওয়ানডে ব্যাটসম্যানদের ব়্যাঙ্কিংয়ে শীর্ষ দশে রয়েছেন ভারতের তিন ব্যাটসম্যান। সর্বশেষ এমন হয়েছিল ২০১৯ সালের জানুয়ারিতে; যখন ব়্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ছিলেন শিখর ধাওয়ান, রোহিত শর্মা ও বিরাট কোহলি। শীর্ষ দশে আছেন পাকিস্তানেরও তিন ব্যাটসম্যান। ওপেনার ইমাম–উল–হকের এক ধাপ অবনমন ঘটেছে, নেমে গেছেন পাঁচে। তিন ধাপ নিচে নেমে দশে পাকিস্তানের আরেক ওপেনার ফখর জামান।ওয়ানডে বোলারদের ব়্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ উন্নতি করে সাতে উঠে এসেছেন গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেট নেওয়া ভারতের স্পিনার কুলদীপ যাদব। ৪ ম্যাচে এ পর্যন্ত ৯ উইকেট নিয়েছেন বাঁহাতি রিস্ট স্পিনার। ওয়ানডে বোলারদের ব়্যাঙ্কিংয়ে পাকিস্তানের জন্যও আনন্দের সংবাদ আছে। হারিস রউফ আট ধাপ উন্নতি করে ২১তম স্থানে উঠে এসেছেন। আর নাসিম শাহর উন্নতি হয়েছে ১১ ধাপ, উঠে এসেছেন ৫১তম স্থানে। তবে পাকিস্তানের এই দুই পেসার এখন চোটে ভুগছেন। এশিয়া কাপে তাঁদের আর পাওয়া যাবে কি না, তা নিয়ে সন্দেহ আছে। ওয়ানডে বোলারদের ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থানটা এখনো ধরে রেখেছেন জশ হ্যাজলউড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজে গত বৃহস্পতিবার প্রথম ওয়ানডেতে ৩ উইকেট নিয়েছিলেন এই অস্ট্রেলিয়ান পেসার। তাতে ব়্যাঙ্কিংয়ে দ্বিতীয় মিচেল স্টার্কের সঙ্গে ব্যবধানটা আরও বেড়েছে ৬৯২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা হ্যাজলউডের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct