আপনজন ডেস্ক: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তলবের কারণে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে হাজির হতে পারলেন না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া বৈঠকে যাওয়ার পরিবর্তে তিনি ইডি সমন পেয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরাকেই বেছে নেন। তাই বুধবার বেলা সাড়ে ১১টায় সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘন্টার পর ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। গত ২০ মে তাকে ৯ ঘণ্টা জেরা করেছিল। এবার সেই সীমা ছাড়িয়ে যায়। সূত্রের খবর, দু’দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এদিনের জেরা শেষে অভিষেক বলেন, যারা রাজনৈতিকভাবে লড়াই করতে পারে না ,তারা যেভাবে এজেন্সিকে দিয়ে ব্যবহার করছে, তার নিট ফল মাইনাস টু। ইডি অফিসার এবং তদন্তকারীদের সময় নষ্ট। এটা আমি মানুষের ওপর ছেড়ে দিচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ইন্ডিয়ার সমন্ভয় কমিটির বৈঠকের দিন এজেন্সি দিয়ে আমাকে ডাকা হয়। অন্য কোন রাজনৈতিক দলকে নিশানা না করে স্রেফ আমাকে নিশানা করা হল। গতকাল ডাকতে পারতো বা আগামীকাল ডাকতে পারতো। তাহলে আমি আজকে বৈঠকে যোগ দিতে পারতাম। কিন্তু সেটি করা হল না। উল্লেখ্য, এদিনের অভিষেকের তলব প্রসঙ্গে কলকাতা হাইকোর্ট ইডিকে বলেছিল, অভিষেকের বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ না নেওয়া হয়। ইডির আইনজীবীও জানিয়েছিলেন, ইডির সমন পাঠানো মানেই কড়া পদক্ষেপ নয়। কিছু তথ্যের জন্য জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাই তলব। তাই ইডির মৌখিক রক্ষাকবচ নিয়ে সিজিও কমপ্লেক্সে যান তৃণমূলের কমান্ড ইন সেকেন্ড। সূত্রের খবর ‘লিপ্স অ্যান্ড বাউন্ড’ সংক্রান্ত বিষয়ে, ‘কালীঘাটের কাকু’র নানা কীর্তিকলাপ প্রসঙ্গেই ইডি গোয়েন্দা দল অভিষেককে নানা প্রশ্ন করে। তার সঙ্গে সংযোগের সুত্র খোঁজে ইডি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct