আপনজন ডেস্ক: উত্তরপ্রদেশের যোগী সরকার ঘোষণা দিয়েছিল ২০২৩ সালের মার্চ থেকে সে রাজ্যের সরকারি স্বীকৃত মাদ্রাসাগুলোতে ধর্মীয় পাঠক্রমের পাশপাশি চালু করা হবে এনসিআরটি পাঠ্যক্রম। এবার সেই পথে এগোল আর এক বিজেপি শাসিত রাজ্য উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান শাদাব শামস মাদ্রাসাগুলির আধুনিকীকরণের জন্য জোর দেওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, উত্তরাখণ্ডের ১১৭টি ওয়াকফ বোর্ড নিয়ন্ত্রিত মাদ্রাসায় এনসিইআরটি পাঠ্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছে ওয়াকফ বোর্ড। এনসিইআরটি পাঠ্যসূচিতে সংস্কৃত বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে। উত্তরাখণ্ড ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান শাদাব শামস বলেন, মাদ্রাসাগুলিতে এনসিইআরটি পাঠ্যক্রম বাস্তবায়নের জন্য ওয়াকফ বোর্ডের আন্তরিক প্রচেষ্টা। যার সুফল আগামী দিনে মাদ্রাসায় অধ্যয়নরত শিশুদের দেওয়া হবে।শাদাব শামস বলেন, পড়াশোনা করলে ভারত এগিয়ে যাবে। মাদ্রাসার শিশুরা কি ইংরেজি স্কুলে পড়তে পারে না? তারাও মাদ্রাসা ছেড়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার ও দার্শনিক হয়ে উঠবে। শাদাব জানান, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ওয়াকফ বোর্ডকে সম্ভাব্য সমস্ত সহায়তার আশ্বাস দিয়েছেন। উত্তরাখণ্ড ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান শাদাব শামস আরও বলেন, ধামি সরকার ওয়াকফ বোর্ডের শিক্ষার জন্য সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছে। সংখ্যালঘু শিশুরা যখন হিন্দি, ইংরেজি, গণিত, বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এবং আরবি পড়তে পারে, তখন তারা সংস্কৃতও পড়তে পারে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি তাদেরকে আশ্বস্ত করেছেন, সরকার শিশুদের শিক্ষার জন্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। তিনি বলেন, আমাদের ছেলেমেয়েরা মাদ্রাসা থেকে বেরিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, দার্শনিক হবে, তারাও এগিয়ে যাবে, এপিজে আবদুল কালামের পথ অনুসরণ করবে এবং দেশের গৌরব বাড়াতে কাজ করবে। তাই আমরা একটি ইতিবাচক পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct