আপনজন ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে এবার প্রাথমিকে নিয়োগ পরীক্ষা ‘টেট’ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল। এর ফলে, বিএড প্রশিক্ষিত প্রার্থীরা আর ‘টেট’ পরীক্ষায় অংশ নিতে পারবেন না, টেট শুধু নিয়োজিত থাকবে ডিএলএড প্রশিক্ষিতদের জন্য্ বুধবার এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল সাংবাদিক বৈঠকে ঘোষণা করেন, চলতি বছরের টেট পরীক্ষা হবে আগামী ১০ ডিসেম্বর। এ বিষয়ে পর্ষদ সভাপতি জানান, প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের জন্য ২০২৩ সালের টেট পরীক্ষা ডিসেম্বরের ১০ তারিখে সম্পন্ন হবে। ওয়েবসাইটে বুধবারই বিজ্ঞপ্তি জারি করা হবে। বৃহস্পতিবার খবরের কাগজে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আর বিজ্ঞপ্তি প্রকাশের দিন সন্ধ্যা ৭টা থেকে প্রার্থীদের রেজিস্ট্রেশনের কাজ শুরু হবে। তবে, এবারের টেট পরীক্ষায় কারা বসতে পারবেন তার রূপররেখা জানিয়ে দেন গৌতম পাল। এ বিষয়ে তিনি জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এ বছর টেটে বসতে পারবেন না বিএড প্রশিক্ষিতরা। কিন্তু ডিএলএড সহ প্রাথমিক শিক্ষকের অন্য প্রশিক্ষণ যারা নিয়েছেন, তারা চলতি বছর টেট দিতে পারবেন। গত বছরের টেটে যারা অকৃতকার্য হয়েছিলেন, তারাও এ বছর ফর্ম পূরণ করে করার যোগ্য হবেন। উল্লেখ্য, বিগত পাঁচ বছর পর গত বছর টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ১১ ডিসেম্বর। যদিও তার আগেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ ওঠে। নিযোগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যরা অভিযুক্তের তালিকায় থাকায় তারা এখন জেলবন্দি। দুর্নীতির দায়ে গ্রেফতার হওয়ার পর প্রাক্তন পর্ষদ সভাপতি থেকে অপসারিত হন মানিক ভট্টাচার্য। তার জায়গায় আসেন কল্যাণ বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য গৌতম পাল। তিনি দায়িত্ব পাওয়ার আশ্বস্ত করেন দুর্নীতি মুক্ত হবে প্রাথমিকে নিয়োগে। তার ভূমিকায় সন্তোষ প্রকাশও করেছিল কলকাতা হাইকোর্ট। এরপর সপ্রতিভ ভূমিকা নিতে থাকেন গৌতম পাল। গত বছর টেট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর তিনি বলেছিলেন এবার থেকে নিয়ম মেনে প্রতি বছর টেট পরীক্ষা হবে। সেই কথা রাখলেন তিনি। বুধবার তাই জানিয়ে দিলেন এবছর দিন নির্ধারণ করা হয়েছে ১০ ডিসেম্বর। এবার পরীক্ষা যাতে কারচুপি মুক্ত হয় তার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী টেট পরীক্ষা নিয়ে যাতে কোনও দুর্নীতির অভিযোগ না ওঠে তার জন্য বিশেষ পরিকল্পনা নিযেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেট পরীক্ষার্থীদের একটা সিল করা খাম দেওয়া হবে যার মধ্যেই থাকবে প্রশ্নপত্র এবং ওএমআর শিট। পরীক্ষা শেষে প্রশ্নপত্র বাড়ি নিয়ে যাওয়া যাবে। পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে মূল ওএমআর শিটের নীচে একটি ডুপ্লিকেট শিট থাকবে। মূল ওএমআর শিটে উত্তর মার্ক করলে যার ছাপ পড়বে ডুপ্লিকেট শিটেও। ওই শিটটিও বাড়ি নিয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা। সব পরীক্ষা কেন্দ্রেই ভিডিও রেকর্ডিং-এর ব্যবস্থা থাকবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct