আপনজন ডেস্ক: ১২ দিনের বিদেশ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার দুবাই বিমানবন্দর থেকে স্পেনের রাজধানী মাদ্রিদ বিমানবন্দরে পৌঁছছেন। তার সঙ্গে রয়েছে ৩০-৪০ জনের এক প্রতিনিধি দল। বিকালে মাদ্রিদ পৌঁছলেও এদিন কোনও কর্মসূচি নেই। রয়েছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার স্পেনের প্রখ্যাত ফুটবল লিগ ‘লা লিগা’-র প্রেসিডন্ট হাভিয়ার তেভাজের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা কলকাতার তিন ক্লাব মোহনবাগানের দেবাশিস দত্ত, ইস্টবেঙ্গলের রূপক সাহা এবং মহামেডানের ইশতিয়াক আহমেদ রাজু হাজির থাকবেন। তার সঙ্গে যোগ দেবেন সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি লন্ডন থেকে সরাসরি মাদ্রিদে গিয়ে বৃহস্পতিবারের বৈঠকে যোগ দেবেন। তবে, মাদ্রিদ যাওয়ার আগে দুবাই বিমানবন্দরে সাময়িক অবস্থান কালে মুখ্যমন্ত্রীর সঙ্গে হঠাৎ সাক্ষাৎ হয় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী নভেম্বরে রাজ্য আয়োজিত বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে (বিজিবিএস) তাকে আমন্ত্রণ জানানোর পর বিমানবন্দরের লাউঞ্জে বিক্রমাসিংহে তাকে ‘কিছু আলোচনায় যোগ দিতে’ আহ্বান জানান। তার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সঙ্গে আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জে মমতার সাক্ষাতের কথা নিজেই ট্যুইটারে পোস্ট করে জানান মুখ্যমন্ত্রী স্বয়ং। এ বিষয়ে ট্যুইটারে মমতা লেখেন, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জে আমাকে দেখেন এবং কিছু আলোচনায় যোগ দিতে আমাকে ডেকেছেন। আমি তার শুভেচ্ছায় বিনীত হয়েছি এবং কলকাতায় বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০২৩-এ তাকে আমন্ত্রণ জানিয়েছি।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, বিক্রমাসিংহে তাকে শ্রীলঙ্কা সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তাদের মধ্যে আন্তরিকভাবে মনোরম কথাবার্তা হয়। সূত্রের খবর, রাজ্যের মুখ্যমন্ত্রীকে সেখানে ‘দিদি’ বলেই সম্বোধন করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। এরপর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেন, তিনি কি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতৃত্ব দেবেন? দুবাই বিমানবন্দরে বিক্রমাসিংহের সঙ্গে সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী তার প্রশ্নে বিস্মিত হন। দুবাই ও স্পেনে ১২ দিনের সরকারি সফরে থাকা মুখ্যমন্ত্রী বলেন, ‘জনগণ যদি আমাদের সমর্থন করে, তাহলে আগামীকাল আমরা ক্ষমতায় থাকতে পারব। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে দুই ডজনেরও বেশি বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া) গঠন করেছে। বুধবার দিল্লিতে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের বাসভবনে ‘ইন্ডিয়া’ সমন্বয় কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, পাঁচ বছর আগে কলতাতা বইমেলার থিম ছিল স্পেন। তা নিয়ে আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ‘৫ বছর পরে আমরা যাচ্ছি। স্পেন আমাদের বইমেলায় এসেছিল। আন্তর্জাতিক কলকাতা বইমেলায় তারা পার্টনার ছিল। ওখানে ম্যানুফ্যাকচারিং এবং অন্যান্য ইন্ডাস্ট্রি ভাল আছে। তাদের আমন্ত্রণেই আমরা যাচ্ছি।’তবে, মূলত রাজ্যে বিদেশি বিনিয়োগ টানার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর এই স্পেন সফর। সেই সঙ্গে প্রকাশনা এবং আধুনিক ক্রীড়াকে বাণিজ্যের আওতায় নিয়ে আসতে চান মমতা। বাংলার ফুটবলের উন্নয়নের লক্ষ্যে স্পেনের ফুটবল লিগ সংস্থা ‘লা লিগা’র সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের একটি সমঝোতাপত্র (মউ) স্বাক্ষরিত হতে পারে বৃহস্পতিবার। একই সঙ্গে প্রকাশনার বাণিজ্যের জন্য তাই তার প্রতিনিধি দলে কলকাতার তিন প্রধানের কর্মকর্তা ছাড়াও রয়েছেন ‘পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড’-এর দুই কর্তা ত্রিদিব চট্টোপাধ্যায় এবং সুধাংশু দে। এছাড়া রয়েছেন, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এবং শিল্পসচিব বন্দনা যাদব সহ এক ঝাঁক সাংবাদিক। তবে মাদ্রিদ অবস্থান কালে শনিবার বিনিয়োগের লক্ষ্যে বিজনেস সামিট করবেন মুখ্যমন্ত্রী। আগামী ২১-২২ নভেম্বর কলকাতার অনুষ্ঠিতব্য বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে হাজির থাকতে ও বাংলায় বিনিয়োগের লক্ষ্যে স্পেনের শিল্পপতিদের আমন্ত্রণ জানানো হয় মাদ্রিদের সম্মেলনে। এরপর রবিবার ট্রেন যোগে মাদ্রিদ থেকে ফুটবলের শহর বার্সেলোনায় যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি প্রথমে স্থানীয় বাঙালি এবং ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় নিয়োজিত হবেন। তার পর সোমবার বার্সেলোনায় শিল্পপতিদের নিয়ে এক বৈঠকে মিলিত হবেন মুখ্যমন্ত্রী। সেখানে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি দলে বাংলা থেকে যাওয়া শিল্পপতিরাও অংশ নেবেন। পরদিন বার্সেলোনা থেকে বিমান যোগে দুবাই বিমানবন্দরে আসবেন মুখ্যমন্ত্রী। দুবাইয়ে প্রবাসী ভারতীয়দের সঙ্গে বৈঠক করবেন। সেই সঙ্গে রাসায়নিক, পেট্রোকেমিক্যাল, খাদ্য প্রক্রিয়াকরণ, জ্বালানির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে লগ্নি নিয়ে সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসবেন। এরপর তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct