আপনজন ডেস্ক: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে স্বস্তি েপলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি সমন পাঠালেও অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ না নেওয়ার পরামর্শ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি আদালতকে মৌখিক আশ্বাস দিল, আদালতের নির্দেশ তারা মেনে চলবে। এমনকী এই তলব যে কিছু তথ্য জানার জন্য তাও জানিয়ে দিলেন ইডির আইনজীবী। এদিনের সওয়াল-জবাব চলাকালীন ইডির বিরুদ্ধে লাগাতার তোপ দাগেন অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি বলেন, ইডির অভিসন্ধি আছে। সেই অভিসন্ধি নিয়েই সমন পাঠাচ্ছে। কোনও তথ্যই নেই। তাও সমন পাঠানো হচ্ছে।
এরপরই ইডির তরফে আইনজীবী রাজু বলেন, অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে না। আমরা কিছু প্রশ্ন করতে চাই তথ্য জোগাড় করার জন্য। এরপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, আদালতে বিচারাধীন বলে পরামর্শ কোনও কড়া পদক্ষেপ যেন না করা হয়। প্রসঙ্গত, ১৯ সেপ্টেম্বর এই মামলার শেষ শুনানি। তারপর রায় দেবেন বিচারপতি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct