আপনজন ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পেন ও সংযুক্ত আরব আমিরাতে বিনিয়োগের জন্য ১২ দিনের সফরে মঙ্গলবার রওনা হয়েছেন। সকাল সাড়ে আটটা নাগাদ দুবাই যাওয়ার কথা থাকলেও বিামনের যান্ত্রিক ত্রুটির কারণে অন্তত তিন ঘণ্টা দেরি হয়। প্রায় তিন ঘণ্টা দেরিতে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ে যান তিনি ও তার দল। বিমানবন্দরের এক আধিকারিক জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল যে বিমানে করে দুবাইয়ের উদ্দেশে রওনা দিয়েছিলেন, তা পশ্চিম এশিয়ার এই শহর থেকে দেরিতে কলকাতায় পৌঁছেছিল। কানেক্টিং ফ্লাইটের অভাবে দুবাইয়ে রাত কাটানোর কথা রয়েছে মমতার। পরের দিন স্পেনের রাজধানী মাদ্রিদে যাওয়ার কথা রয়েছে।
বিলম্বের কারণে মুখ্যমন্ত্রী বিমানবন্দরের কয়েকটি আউটলেট পরিদর্শন করেন, যার মধ্যে রাজ্য সরকারের বিশ্ববাংলা স্টোরও রয়েছে। বিদেশ যাত্রার আগে রং ছুঁইয়ে দেন দুর্গা মূর্তিতে। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পাঁচ বছর হল আমরা বিদেশে গিয়েছি। এবারের আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম কান্ট্রি ছিল স্পেন। তারা উৎপাদন এবং অন্যান্য শিল্পে ভাল। আমরা সেখানে ব্যবসায়িক সম্মেলনে অংশ নেব। তিনি বলেন, ‘তারা (বিদেশি প্রতিনিধিরা) বারবার এখানে আসে। কিন্তু আমরা যাই না। এ জন্যই আমরা এখন যাচ্ছি। দুবাইয়ে একটি ব্যবসায়িক সম্মেলনও হওয়ার কথা রয়েছে। আমি আপনাদের মাঝে মাঝে অবহিত করব। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী, নানা উচ্চপদস্থ আধিকারিক এবং মোহনবাগান. ইস্টবেঙ্গল ও মহামেডান ফুটবল ক্লাবের একজন করে প্রতিনিধি। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, যিনি বর্তমানে লন্ডনে রয়েছেন, মাদ্রিদে তার দলের সাথে যোগ দেবেন।
মুখ্যমন্ত্রীর বলেন, ‘আমরা মাদ্রিদে তিন দিন অবস্থান করব, এ সময় আমরা একটি বিজনেস সামিটে অংশ নেব এবং প্রবাসী বাঙালিদের সঙ্গে দেখা করব। সেখান থেকে আমরা ট্রেনে করে বার্সেলোনা রওনা হব, যেখানে আমরা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের (বিজিবিএস) জন্য দু’দিনের বৈঠকে অংশ নেব। তিনি বলেন যে পাঁচ বছরের মধ্যে এটি তার প্রথম বিদেশ সফর হবে কারণ কেন্দ্র “আগে তাকে প্রয়োজনীয় অনুমতি দেয়নি”। মমতা বলেন, তিনি এবং তাঁর দল দুবাই ফিরে যাবেন, যেখানে বিজিবিএস নিয়ে একটি বৈঠক এবং আরও কয়েকটি বৈঠক হওয়ার কথা রয়েছে।
তিনি বলেন, ‘আমরা দেড় দিন দুবাইয়ে থাকব এবং ২৩ সেপ্টেম্বর কলকাতায় ফিরব। বিশ্ববিখ্যাত ফুটবল ক্লাবের আবাসস্থল হিসেবে পরিচিত বার্সেলোনায় অবস্থানকালে তিনি কোনো ফুটবল ক্লাবের কোনো কর্মকর্তার সঙ্গে দেখা করবেন কি না, এমন প্রশ্নের জবাবে মমতা বলেন, ‘কিছু চমক থাকতে দিন। আমি যখন সেখানে যাচ্ছি, তখন বাংলার জন্য কিছু করতে চাই। রাজ্য সরকারের একটি সূত্র জানিয়েছে, বার্সেলোনায় থাকাকালীন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের সঙ্গে দেখা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপস্থিতিতে আইন-শৃঙ্খলা বিঘ্নিত করার যে কোনও প্রচেষ্টা বন্ধ করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন এবং তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct