আপনজন ডেস্ক: গোরক্ষক মনু মানেসরকে মঙ্গলবার গ্রেফতার করেছে হরিয়ানা পুলিশ। বজরং দলের সদস্য মনু মানেসরের বিরুদ্ধে গত ফেব্রুয়ারিতে রাজস্থানের দুই মুসলিমকে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। এছাড়া হরিয়ানা দাঙ্গা তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করাকে কেন্দ্র করে ঘটে বলে পুলিশ সূত্রে খবর।
একটি সিসিটিভি ভিডিওতে দেখা যায়, হরিয়ানায় সাদা পোশাকে থাকা কর্মকর্তারা মনু মানেসরকে আটক করেছেন।
অতিরিক্ত পুলিশ ডিরেক্টর মমতা সিং এ ব্যাপারে সংবামাধ্যমকে জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্টের জন্য মনু মানেসারকে গ্রেফতার করা হয়েছে।
এডিজি বলেন, আমরা অন্যান্য রাজ্যের পুলিশ বিভাগকেও জানিয়েছি, যেখানে মনু মানেসারকে খুঁজছে। রাজ্য পুলিশ আদালতের মাধ্যমে মনু মানেসরের হেফাজতে নিতে পারে।
মনু মানেসর ওরফে মোহিত যাদব বজরং দলের সদস্য এবং গোরক্ষক। তিনি গুরুগ্রামের নিকটবর্তী মানেসর থেকে এসেছেন। মুসলিম সম্প্রদায়ের দু'জনের মৃত্যুর ঘটনায় তিনি অন্যতম প্রধান অভিযুক্ত।
রাজস্থানের ভরতপুর জেলার ঘাটমিকা গ্রামের বাসিন্দা নাসির ও জুনায়েদকে গত ১৫ ফেব্রুয়ারি গোরক্ষকরা অপহরণ করে এবং পরের দিন হরিয়ানার ভিওয়ানির লোহারুতে একটি পোড়া গাড়িতে তাদের মৃতদেহ পাওয়া যায়। রাজস্থান পুলিশ এই মামলায় চার্জশিট দাখিল করে এবং মনু মানেসরকে অভিযুক্ত করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct