আপনজন ডেস্ক: বিশ্বের অন্যতম ‘ঝুঁকিপূর্ণ পর্বত’ খ্যাত নিউজিল্যান্ডের মাউন্ট তারানাকির ৬০০ মিটার (১ হাজার ৯৬৮ ফুট) উঁচু স্থান থেকে পড়ে গিয়েও প্রাণে বেঁচে গেছেন দেশটির এক পর্বতারোহী। এমনকি গুরুতর আহতও হননি তিনি। সামান্য আঘাত পেয়েছেন।পুলিশ বলছে, নর্থ আইল্যান্ড অঞ্চলের মাউন্ট তারানাকি থেকে ওই পর্বতারোহী পড়ে যান। বসন্তকালীন আবহাওয়ায় বরফ কিছুটা নরম হয়ে থাকায় তিনি বেঁচে যান। পুলিশ আরো বলছে, ওই পর্বতারোহী ব্যতিক্রমী ভাগ্যবান বলে বেঁচে গেছেন।
যে উচ্চতা থেকে তিনি পড়ে গেছেন, তা সৌদি আরবের মক্কা ক্লক রয়েল টাওয়ারের সমান উচ্চতার। এই টাওয়ার বিশ্বের উঁচু ভবনগুলোর একটি। এই উচ্চতা লন্ডনের শার্ড স্থাপনারও প্রায় দ্বিগুণ। শার্ডের উচ্চতা ৩০৯ মিটার। গেল শনিবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় দিনের মাঝামাঝি ওই পর্বতারোহী মাউন্ট তারানাকি থেকে পড়ে যান। তিনি একটি গ্রুপের হয়ে পর্বতারোহণ করছিলেন। পুলিশ বলছে, সহ পর্বতারোহীকে পড়ে যেতে দেখে ওই গ্রুপের আরেক সদস্য নিচে নেমে তাকে শনাক্ত করেন। তারানাকি অ্যালপাইন রেসকিউয়ের একজন সদস্যও সেদিন আরোহণ করেছিলেন। তিনি পড়ে যাওয়া আরোহীকে শনাক্ত করতে সাহায্য করেছিলেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct