আপনজন ডেস্ক: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সোমবার বলেছেন, জি-২০ শীর্ষ সম্মেলন শেষ হওয়ার পর মোদী সরকারের উচিত মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং মণিপুরের সহিংসতার মতো অভ্যন্তরীণ ইস্যুগুলিতে মনোযোগ দেওয়া।
তার দাবি, ২০২৪ সালের সাধারণ নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন সরকারের পতনের পথ সুগম করতে শুরু করেছে জনগণ।
তিনি অভিযোগ করেন,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সত্যকে “লুকানোর” জন্য কঠোর চেষ্টা করছেন, কিন্তু জনগণ বিভ্রান্তিকর বিষয়গুলিতে মনোযোগ দেওয়ার পরিবর্তে সত্য শুনতে এবং দেখতে চায়। এখন যেহেতু জি-২০ বৈঠক শেষ হয়েছে, মোদি সরকারের উচিত অভ্যন্তরীণ ইস্যুতে মনোযোগ দেওয়া। খাড়গে বলেন, মুদ্রাস্ফীতির ফলে সাধারণ ‘থালি’র দাম আগস্টে ২৪% বৃদ্ধি পেয়েছে। দেশে বেকারত্বের হার ৮%। যুবসমাজের ভবিষ্যত অন্ধকার। মোদি সরকারের ‘দুঃশাসনের অধীনে দুর্নীতির বন্যা’ চলছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, সিএজি অনেক রিপোর্টে বিজেপিকে উন্মোচন করেছে, জম্মু ও কাশ্মীরে ১৩,০ কোটি টাকার জল জীবন কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে, যেখানে এক দলিত আইএএস অফিসারকে হয়রানি করা হয়েছে কারণ তিনি দুর্নীতি প্রকাশ করেছিলেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রিয় বন্ধুর লুটপাটের ঘটনা সম্প্রতি আবারও সামনে এসেছে। আরবিআইয়ের প্রাক্তন ডেপুটি গভর্নর বিরল আচার্য ২০১৯ সালের নির্বাচনের আগে আরবিআই কোষাগার থেকে ৩ লক্ষ কোটি টাকা মোদি সরকারের কাছে হস্তান্তর করার জন্য সরকারের চাপ প্রতিহত করেছিলেন।
অন্য প্রসেঙ্গে কংগ্রেস সভাপতি বলেন, গত কয়েকদিনে মণিপুরে আবারও সহিংসতা শুরু হয়েছে। এছাড়া হিমাচল প্রদেশ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে, কিন্তু ‘অহংকারী’ মোদী সরকার এটিকে জাতীয় দুর্যোগ ঘোষণা করা থেকে বিরত রয়েছে।
তিনি বলেন, ‘এই সবকিছুর মধ্যে মোদিজি সত্য লুকানোর চেষ্টা করছেন। কিন্তু জনগণ মোদী সরকারের বিভ্রান্তিকর বিষয়গুলিতে মনোযোগ দেওয়ার পরিবর্তে সত্য শুনতে এবং দেখতে চায়।
মোদি সরকারের উচিত মনোযোগ দিয়ে শোনা। জনগণ ২০২৪ সালে আপনার প্রস্থানের পথ প্রশস্ত করতে শুরু করেছে বলেও তিনি মন্তব্য করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct