অসুস্থ নদীটি
আলমগীর
আজ কোথায় গেল আমার সেই প্রবাহতা
কেই বা কেড়ে নিল আমার অপরূপ সৌন্দর্যতা ?
কোন দেশেতে হারিয়ে গেল কলকল সুরের ধ্বনি টা
কেনই বা কেড়ে নিল আমার সুস্থ দেহ খানি তারা ?
আজ আমার বুকে সেই তো টলোমলো জল
আসে না তো আর কোন ছেলে ছোকরার দল ।
যে মাছরাঙা আমার বুকে আহার করিতো দিবারাতি
সে আজ আমার কষ্ট দেখে করে কত ডাকাডাকি ।
গ্রামের নব বধূরা আসিত কতই না ঝাকে ঝাকে
সুন্দর কেশগুলি ধুয়ে নিতে আমার বুকে ।
কতই না জলজ প্রাণী থাকি তো আমার সাথে
তারা আজ হারিয়ে গেছে কোন এক অজানা দেশে ।
শিল্পের বিষাক্ত জল বাঁধলো আমার বুকে বাসা
কেন বা করলো আমার জীবনের এমন দশা ?
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct