আপনজন ডেস্ক: আপনার শিশু হয়ে উঠতে পারে দেশের ভবিষ্যতের কান্ডারি। আর সে কারণে তাকে অবশ্যই সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠতে হবে। সে জন্য চাই রুটিনমাফিক সুষম খাবার। পাঁচ থেকে সাত বছরের মধ্যে শিশুর প্রায় ৭৫ শতাংশ মানসিক বিকাশ ঘটে। এর গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করে সুষম খাবার। এটি শিশুর গ্রোথ হরমোন বৃদ্ধিতে দারুণভাবে সহায়ক। শিশুর লম্বা হওয়ার পেছনে জেনেটিক বৈশিষ্ট্যের প্রভাব থাকলেও খাদ্যাভ্যাসের প্রভাব অনেক বেশি। তাই সঠিকভাবে বেড়ে ওঠার জন্য শিশুর সঠিক খাদ্যাভ্যাস খুব জরুরি। আমরা যে খাবার খাই, সেগুলো থেকে পুষ্টির শোষণে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া। সেগুলোকে প্রোবায়োটিকস বলে। প্রোবায়োটিকসসমৃদ্ধ খাবার অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করতে খুব কার্যকর। তাতে খাওয়ার রুচি বাড়বে। তাই শিশুর খাবারে প্রতিদিন প্রোবায়োটিকস-জাতীয় খাবার রাখতে হবে। টক দই, ঘোল, পান্তাভাত—এগুলো খুব ভালো প্রোবায়োটিকস জাতীয় খাবার। শিশুর জন্মের ছয় মাস পর থেকে শারীরিক বৃদ্ধির সব খাদ্য উপাদান বাইরের খাবারের মাধ্যমে সরবরাহ করতে হয়। হাড়ের বৃদ্ধি সঠিকভাবে হলে শিশু লম্বা হবে। হাড়ের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় অন্যতম উপাদান ক্যালসিয়াম। শিশুকে প্রতিদিন ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার খাওয়াতে হবে। দুধ, পনির, টক দই এবং দুগ্ধজাত খাবার, কাঠবাদাম, ডিম, মাছ, মাংস, পালংশাক, ফুলকপি, ব্রকলি, মটরশুঁটি, শিমের বিচি, কলা, খেজুর, পাকা পেঁপে, চিয়া সিডস, তিসি—এগুলো ক্যালসিয়ামের খুব ভালো উৎস। বয়সভেদে শিশুদের প্রতিদিন ৬০০ থেকে ১ হাজার মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন হয়। হাড়ের গঠনের জন্য ভিটামিন ডি অপরিহার্য উপাদান। শরীরে ভিটামিন ডির ঘাটতি থাকলে খাবারের ক্যালসিয়াম কাজে আসবে না। এতে শিশুর শারীরিক বৃদ্ধি কমে যায় বা খুব ধীর প্রক্রিয়ায় হয়। ভিটামিন ডির সহজলভ্য উৎস সূর্যের আলো। সপ্তাহে অন্তত পাঁচ দিন শিশুর শরীরে ১৫ মিনিট করে রোদ লাগাতে হবে। ভিটামিন ডির ঘাটতিতে শিশুর ক্ষুধামান্দ্য ও রিকেটস রোগের আশঙ্কা তৈরি হয়। প্রতিদিন ৫০০ থেকে ৭০০ আইইউ ভিটামিন ডি শিশুর শারীরিক বৃদ্ধির জন্য যথেষ্ট। ডিম, দুধ, মাশরুম, সামুদ্রিক মাছ, কড লিভার অয়েল এবং তেলসমৃদ্ধ বীজ ভিটামিন ডির ভালো উৎস। শিশুর শরীরে জিংকের ঘাটতি হলে খাওয়ার রুচি কমে যায়। তাই তাদের খাবারে জিংকের সরবরাহ নিশ্চিত করতে হবে। মাছ, মাংস, ডিম, দুধ, কলিজা, বাদাম—এগুলো জিংকের ভালো উৎস। শাকসবজি থেকেও জিংক পাওয়া যায়। মাছ, মাংস, ডিম, দুধসহ প্রায় সব রঙিন শাকসবজিতে ভিটামিন বি১২ পাওয়া যায়। শিশুর প্রতিদিনের খাবারে মিশ্র শাকসবজি রাখতে হবে। ভিটামিন বি১২ ত্বক ও চোখ ভালো রাখে। লাইসিন অ্যামাইনো অ্যাসিড ক্যালসিয়ামের শোষণ বাড়িয়ে দৈহিক বৃদ্ধি ত্বরান্বিত করে। সব ধরনের প্রোটিনজাতীয় খাবারে লাইসিন পাওয়া যায়। চালেও প্রচুর লাইসিন পাওয়া যায়। ভিটামিন সির অভাবে শিশুর ক্ষুধামান্দ্য হতে পারে। প্রতিদিন ৪০ থেকে ৭০ মিলিগ্রাম ভিটামিন সি খেতে হবে। এ জন্য শিশুকে প্রতিদিন অন্তত একবার ভিটামিন সি-সমৃদ্ধ সবজি বা ফল খাওয়াতে হবে। ঘুমের মধ্যে অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি গ্রোথ হরমোনের নিঃসরণ ঘটে। এটি শিশুর শারীরিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct