নিজস্ব প্রতিবেদক, মালদা, আপনজন: শিক্ষক দিবস উপলক্ষে মোথাবাড়ি নতুন চক্রের সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দের উদ্যোগে ও মোথাবাড়ি নতুন চক্রের সহযোগিতায় এক মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হল ও খুদে শিল্পীরা এদিন সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে নজর কাড়ে। জানা গেছে, প্রতি বছর শিক্ষক দিবস সাড়ম্বরে পালন করা হয়। এ ছাড়াও কৃতি শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধিত করে অনুপ্রাণিত করেন কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট চক্রের লোহারাম টোলা প্রাথমিক বিদ্যালয়ে সংলগ্ন মাঠে আয়োজিত রক্তদান শিবির ও অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পাদনে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা ও উৎসাহ ছিল যথেষ্ট। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, কালিয়াচক-২ ব্লকের বিডিও বিপ্রতিম বসাক, রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী ত্যাগরূপানন্দ মহারাজ জী, মোথাবাড়ি নতুন চক্র ও মোথাবাড়ি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অয়ন বন্দ্যোপাধ্যায় ও অঞ্জন লাহা সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। মালদা মেডিকেল কলেজ থেকে আগত একটি ভ্রাম্যমান মেডিকেল ভ্যানে রক্তদান করেন উপস্থিত শিক্ষক-শিক্ষিকা সহ অন্যান্যরা। বিডিও বিপ্রতীম বসাক নিজে রক্তদান করেন । এক শিক্ষক অনুপ কুমার দাস এদিন রক্তদান করে ৫১ বার রক্ত রক্তদানের নজির গড়েন । মোথাবাড়ি নতুন চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অয়ন বন্দ্যোপাধ্যায় বলেন, প্রতিবছর শিক্ষক দিবস উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবার রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। কিছু শিক্ষক শিক্ষিকাকে সংবর্ধিত করা হয়। উপস্থিত ছিলেন স্বামী ত্যাগরূপনান্দ মন্ত্রী সাবিনা ইয়াসমিন, চেয়ারম্যান বাসন্তী বর্মন, বিপ্রতিম বসাক, নয়ন কুমার দাস, অঞ্জন লাহা। শিবিরে ৩১জন রক্ত দিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct