মোল্লা মুয়াজ ইসলাম, খণ্ডঘোষ, আপনজন: পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার শসঙ্গাতে অনুষ্ঠিত হলো দুয়ারে সরকার। পশ্চিমবঙ্গ সরকারের একটি জনমুখী প্রকল্প এটা । সাধারণ মানুষ সরকারি অফিসে যখন পৌঁছাতে পারেনা সরকারের আধিকারিকরা গ্রামে বা দুয়ারে এসে পৌঁছায়। সমস্ত পরিষেবা নিয়ে হাজির হয়। শসঙ্গাতে এলাকার সমস্ত মানুষের রেশন কার্ড, স্বাস্থ্য সাথী কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্থানীয় সমস্যা, কন্যাশ্রী, ঐক্যশ্রী, সহ সরকারি সমস্ত প্রকল্পগুলি যাতে মানুষ স্বাচ্ছন্দে পেতে পারে তার ব্যবস্থা করা হয়। দুয়ারে সরকারের মেডিকেল ক্যাম্প করে সাধারণ মানুষের চিকিৎসার ব্যবস্থা করা হয়। আদিবাসী নৃত্য সহ বিভিন্ন প্রকার সরঞ্জাম রেখে মানুষকে বিনোদন দেয়া হয় । শয়ে শয়ে মানুষ উপস্থিত হয়ে এই পরিষেবা গ্রহণ করেন । নিজের এলাকায় সরকারি আধিকারিকদের পেয়ে তাদের সমস্যার কথা জানান। সরকারি পরিষেবা পেতে যাদের সমস্যা হয়েছে সেইসব মানুষের সমস্যা নথিভুক্ত করেন সরকারি আধিকারিকরা। খণ্ডঘোষের বিডিও সত্যজিৎ কুমার বলেন খণ্ডঘোষ এলাকার বেশিরভাগ মানুষের সরকারি পরিষেবা পৌঁছে দেয়া হয়েছে। কিছু মানুষ অজ্ঞতার কারণে বা অন্যান্য কারণে পরিষেবা থেকে বঞ্চিত রয়েছে তাদেরকেও পরিষভায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে দুয়ারে সরকারে অংশগ্রহণ করছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct