আপনজন ডেস্ক: জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, শিক্ষা কেবল মৌলিক মানবাধিকার নয়, প্রতিটা মানুষের জন্য উন্নত ভবিষ্যৎ গড়ার এবং শান্তিপূর্ণ ও পারস্পরিক সমঝোতাপূর্ণ বিশ্ব গঠনেরও একটি পথ। শনিবার শিক্ষাকে আক্রমণ থেকে রক্ষা বিষয়ক আন্তর্জাতিক দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে জাতিসঙ্ঘ প্রধান এ কথা বলেন। তিনি বলেন, শিক্ষাকে আক্রমণ থেকে রক্ষা বিষয়ক আন্তর্জাতিক দিবসে আমরা কঠিন এক সত্যের ওপর আলোকপাত করতে চাই। সশস্ত্র সংঘাতসহ নানা সঙ্কটের কারণে বিশ্বের ২২ কোটি ৪০ লাখ শিশু-কিশোরের এখন জরুরিভিত্তিতে শিক্ষা সহায়তা প্রয়োজন। যাদের মধ্যে শিক্ষা কার্যক্রম থেকে ঝরে পড়া ৭ কোটি ২০ লাখ শিশু-কিশোরও রয়েছে। গুতেরেস আরো বলেন, শিক্ষার্থী-শিক্ষক ও শিক্ষা কার্যক্রম সংশ্লিষ্ট ব্যক্তি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর আক্রমণ এতটাই স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে যে- এসব আক্রমণ নিষ্ঠুরভাবে শিশু-কিশোরদের শিক্ষা কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। শুধু তাই নয়, এ ধরনের আক্রমণ মানসিক ও শারীরিক ক্ষতির কারণও হচ্ছে, যা জীবনভর বহন করতে হতে পারে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct