বেকার বেটা
সৌমেন্দু লাহিড়ী
বুকের ভিতর কষ্ট চাপা
বেড়িয়ে আসে বুক ভেদ ক’রে
যখন দেখি তুমি তারে
দিচ্ছো চুমু চুপ করে।
তখন কি আর ভালো লাগে?
আঁতে আঘাত খুব লাগে,
আমিও ছেলে তোমার তবু
কেন এত অবহেলা!
দাদার বেলা যত্নশীল আর
আমায় কর হেলাফেলা।
“কুপুত্র যদিও হয়
কুমাতা কখনও নয়।”--
এমন প্রবাদ এখন দেখি
সবার বেলায় খাটে না,
সাকার ছেলে ছাড়া বেকার
বেটা বেটার হয় না।
মানতে কঠিন কষ্ট হলেও
এই কথাটি ঠিক মেনো,
টাকা ছাড়া এই দুনিয়ায়
কেউ তোমারই নয় জেনো।
ভালোবাসা বাঁধে বাসা
টাকার উপর এই ধরায়,
অর্থাভাবে পাগল প্রেমিক
সেও সাথীর সাথ হারায়।
ছড়ালে টাকা সংসারেতে
সবাই সেথায় ভালোবাসে,
টাকারই হয় জয়জয়কার
অবনীতে অবশেষে।
ভাই হোক বা বোন হোক বা
হোক যে কোনো আত্মীয়
স্বল্প-আয়কারী সমাজে
সবসময়ই হয় হেয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct