সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: মুর্শিদাবাদের রাণীনগর ২ ব্লকের গোধনপাড়া রুপায়ণ ক্লাবের মাঠে কংগ্রেসের জনসভা ছিল শুক্রবার । জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা তথা বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। সেই জনসভায় যোগ দেওয়ার জন্য কংগ্রেসের কর্মী সমর্থকরা সেখপাড়ার দিক থেকে রানীনগর হয়ে গোধনপাড়া রুপায়ণ ক্লাবের মাঠে সমাবেশে যোগ দেওয়ার জন্য বক্স বাজিয়ে গাড়িতে করে যাচ্ছিল। সেই সময় পুলিশের বিরুদ্ধে কংগ্রেসের কর্মীদের সমাবেশে যোগ দিতে বাধা দেওয়া এবং তাদের মারধরের পাশাপাশি গাড়ি ভাংচুরের অভিযোগ ওঠে। ঘটনার খবর জানাজানি হতেই সভায় জড়ো হওয়া কংগ্রেসের কর্মী সমর্থকরা ক্ষিপ্ত হয়ে রানীনগর থানায় ব্যাপক ইটবৃষ্টি করা হয়। থানার বোর্ড ভেঙে দেওয়া হয়েছে পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছড়া হয় পুলিশের পক্ষ থেকে, খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় ডোমকল ও লালবাগ এস ডি পিও সহ অতিরিক্ত পুলিশ সুপার । থানার বাইরে এবং ভেতরে থাকা সিসিটিভি ভেঙে দেওয়া হয়। সেই ঘটনায় রানীনগর থানার চারজন পুলিশ আধিকারিক সহ মোট পাঁচজন পুলিশ কর্মী ইটের আঘাতে জখম হয়। পাশাপাশি রানিনগর গ্রামীণ হাসপাতালের পাশে থাকা তৃণমূলের কার্যালয় ভাংচুর করা হয়। তৃণমূলের কার্যালয়ের ভিতরে থাকা এসি,ফ্যান,চেয়ার,টেবিল,ফেস্টুন সহ অন্যান্য কাগজপত্রে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। ঘটনায় জখম হওয়া পুলিশ কর্মীদের গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করা হয়। ঘটনার পর রানীনগর থানায় পৌঁছায় ডোমকল এসডিপিও, লালবাগ এসডিও, সিআই, ডোমকল, আইসি, অ্যাডিশনাল এসপি সহ বিশাল পুলিশ বাহিনী। ভাংচুরের পর শুক্রবার রাত থেকেই পুলিশ সিসিটিভি ক্যামেরা দেখে অভিযুক্তদের ধড়পাকড় শুরু করেছে। রানিনগর -২ পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সভাপতি কুদ্দুস আলী সহ মোট ৩৫ জন কংগ্রেস ও সিপিআইএম কর্মী সমর্থককে গ্রেফতার করেছে রানিনগর থানার পুলিশ। ধৃতদের শনিবার লালবাগ মহকুমা আদালতে পাঠানো হয়। রাণীনগরের ঘটনার নিন্দা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সাংবাদিক বৈঠক করে তিনি সঠিক তদন্তের দাবি জানান। তিনি বলেন, কেন এমন ঘটনা ঘটলো সেই বিষয়েও তদন্ত করতে হবে, সভা মঞ্চ থেকে কোনো উস্কানি মূলক বক্তব্য দেওয়া হয়নি এবং সাধারণ যেভাবে সভা হয় ও বক্তব্য চলে সেই মতো সভা হয়েছে বলেও জানান অধীর চৌধুরী।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct