সুব্রত রায়, কলকাতা, আপনজন: ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হল পূর্ব কলকাতার বেলেঘাটায়। দমদম মতিঝিলের বাসিন্দা কিশোরীর মৃত্যু। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ দমদম পুরসভা এলাকার পরপর দুজনের মৃত্যু হল জ্বরে। শনিবার ভোররাতে দমদম থানার এক অস্থায়ী পুলিশ কর্মীর মৃত্যু হয়। আবার এদিন দুপুরে বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয় দমদম মতিঝিল এলাকার এক কিশোরীর। স্বাভাবিকভাবেই মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানের দুজনের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।বেশ কিছুদিন ধরে দমদম থানার অস্থায়ী পুলিশ কর্মী প্রীতম ভৌমিক জ্বরে আক্রান্ত ছিলেন। ৮ তারিখ সন্ধে সাড়ে সাতটা নাগাদ নাগেরবাজারের একটি নার্সিংহোমে ভর্তি হন। শনিবার ভোর ৩টে ৪৬ মিনিট নাগাদ তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে ডেথ সার্টিফিকেট অর্থাৎ মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গুর উল্লেখ করা হয়েছে। মৃত যুবক দক্ষিণ দমদম পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের দেবীনিবাস রোড অঞ্চলের বাসিন্দা ছিলেন।এদিন দুপুরে বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয় দমদম মতিঝিলের বাসিন্দা কিশোরী মধু সিংয়ের।হাসপাতাল সূত্রে খবর, ডেথ সার্টিফিকেটে ডেঙ্গু শক সিন্ড্রোমের উল্লেখ রয়েছে।হেমারেজিক জ্বরেরও উল্লেখ করা হয়েছ বলে খবর।হাসপাতাল ও পরিবার সূত্রে খবর, গত কয়েক দিন ধরেই জ্বর নিয়ে দমদমের পুরসভার হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে। শুক্রবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলেজ স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।পরে সেখান থেকে উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে বলে জানানো হয়। তখন বেলেঘাটার আইডিতে সানান্তরিত করা হয়েছিল তাকে। এরপর সিসিইউতে ভর্তি করে কিশোরীকে সুস্থ করার চেষ্টা চালান চিকিৎসকরা। কিন্তু কোনও লাভ হয়নি। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ তার মৃত্যু হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct