আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: আবার ব়্যাগিংয়ের অভিযোগে উত্তপ্ত স্কুল, ব়্যাগিংয়ের কথা মুখে আনলে বন্দুক দেখিয়ে প্রাণে মারার হুমকি সিনিয়র ছাত্রদের। স্কুলের মধ্যেই অভিভাবকদের বিক্ষোভ! পাঁচ ছাত্রকে বহিষ্কার স্কুল কর্তৃপক্ষের। ঘটনাটি নদীয়ার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের। জানা যায় নদীয়ার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে গত ১৫ তারিখের শিক্ষক দিবসের পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ব়্যাগিংয়ের অভিযোগ ওঠে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পাঁচ জন ছাত্রদের বিরুদ্ধে। স্কুল সূত্রের খবর প্রতিবছরের মতোই শিক্ষক দিবসের দিন বিভিন্ন অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান অনুযায়ী সেদিন মূলত সিনিয়র ছাত্ররা জুনিয়র ছাত্রদের ক্লাস নিতে যান। সেখানেই জুনিয়র ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করে সিনিয়র ছাত্ররা। গালিগালাজ করা হয় এবং সিগারেট খেতে বলা হয় সিনিয়র ছাত্রদের তরফে। দুদিন স্কুল বন্ধ থাকার কারণে বিষয়টি ধাপাচাপা পড়ে যায়। এরপর এই গোটা বিষয়টি অভিভাবকদের জানাই জুনিয়ার ছাত্ররা। অভিভাবকদের তরফ থেকে গতকাল স্কুলে গিয়ে বিক্ষোভ দেখানো হয়। এরপরই স্কুল কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করে এবং একটি মিটিং এর আয়োজন করে। সেই মিটিং যেসব ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সেই সব ছাত্র এবং অভিভাবকদের ডেকে পাঠানো হয়। কিন্তু জানা যায় ওই মিটিংয়ে অভিযুক্ত দুই ছাত্র এবং তার অভিভাবকরা উপস্থিত থাকলেও বাকিরা অনুপস্থিত ছিল। এরপরেই স্কুলের তরফ থেকে পাঁচজনকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে গতকাল রাতে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় স্কুলের তরফ থেকে। অন্যদিকে যে পাঁচ জনের বিরুদ্ধে ব়্যাগিং করার অভিযোগ ওঠে সেই পাঁচ জনের নামের তালিকা স্কুলের তরফ থেকে টাঙিয়ে দেওয়া হয়। উল্লেখ্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর এই কলেজিয়েট স্কুলের এই ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করল। এ বিষয়ে প্রধান শিক্ষক মনোরঞ্জন বিশ্বাস বলেন, পুরো বিষয়টি কৃষ্ণনগর কোতোয়ালি থানাকে জানানো হয়েছে। অন্যদিকে অভিভাবকরা চাইছেন যারা এই ঘটনায় অভিযুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন এবং স্কুল কর্তৃপক্ষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct