আপনজন ডেস্ক: ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে বিশ্বকাপ ট্রফির জাকজমক অভ্যর্থনার পর এবার সাধারণ মানুষদের কাছে পৌঁছালো ক্রিকেট বিশ্বকাপ ২০২৩এর ট্রফি । সাউথ সিটি মলে আজ থেকে থাকছে বিশ্বকাপ ট্রফি সাধারণ মানুষের জন্য।দেশের বিভিন্ন শহরে পরিক্রমা সেরে কলকাতায় পৌঁছেছে ক্রিকেট বিশ্বকাপের ট্রফি। বিশ্বকাপ ক্রিকেটের বল গড়াতে আর বাকি মাত্র একমাস। ৫ অক্টোবর শুরু হচ্ছে ক্রিকেটের মহাযজ্ঞ। একটি সেমিফাইনাল-সহ ৫টি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে কলকাতা। বিশ্বকাপে নব কলেবরে ধরা দেবে ক্রিকেট নন্দনকানন ইডেন গার্ডেন্স। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশীষ গাঙ্গুলী এবং মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে কলকাতার প্রাণ কেন্দ্রে আতশবাজি রোশনাইতে ছাপ ফেলেছিল বিশ্বকাপ। আজ দূর দূরান্ত থেকে মানুষজন এসেছেন একবার বিশ্বকাপ দর্শন করতে। ক্রিকেটপ্রেমিকদের কাছে সেমিফাইনালে চাই ভারত পাকিস্তান মুখোমুখি ।সেই ম্যাচের আগেই বিশ্বকাপের সঙ্গে ছবি তুলে ক্রিকেট জ্বরে ভুগছে কলকাতা।অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। ঘরের মাঠে বিশ্বকাপ। ২০১১ সালের পুনরাবৃত্তি হোক, তেমনটাই প্রত্যাশা ক্রিকেপ্রেমীদের। সেলফি, গ্রূফি আর চিয়ার্স এর মাধ্যমে কাপ হাতের স্বাদ নিচ্ছে কলকাতা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct