আপনজন ডেস্ক: লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে শুভ সূচনা করে আর্জেন্টিনা। ইকুয়েডরের মোকাবিলায় সেই ম্যাচের পুরোটা সময় খেলেননি আলবিসেলেস্তেদের জয় উপহার দেয়া লিওনেল মেসি। ক্লান্তির কারণে উঠে যান মাঠ ছেড়ে। ম্যাচ শেষে মেসির শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশাপূর্ণ উত্তর দিয়েছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। এবার আর্জেন্টাইন দৈনিক টিওয়াইসি স্পোর্টস জানালো, বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে বলিভিয়ার বিপক্ষে না খেলেই ইন্টার মায়ামিতে ফিরে যেতে পারেন অধিনায়ক মেসি। গত শুক্রবার বুয়েন্স আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে বাছাইয়ের ম্যাচে ইকুয়েডরকে হারায় স্বাগতিক আর্জেন্টিনা। ম্যাচের ৭৮তম মিনিটে দুর্দান্ত ফ্রি-কিকে জয়সূচক একমাত্র গোলটি করেন লিওনেল মেসি। তার ১১ মিনিট পর আর্জেন্টিনা অধিনায়ককে উঠিয়ে নেন কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ শেষে বিশ্বকাপজয়ী কোচ জানান, মেসির শারীরিক অবস্থা নিয়ে জ্ঞাত নন তিনি। অধিনায়কের অনুরোধেই তাকে উঠিয়ে নেয়া হয়। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে, মেসি চোট পেয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, বলিভিয়ার বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টিনার অনুশীলনে যাননি মেসি। বেঞ্চ টিমকে (ইকুয়েডরের বিপক্ষে যারা খেলেননি) নিয়ে ট্রেইনিং করেন কোচ স্কালোনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct