সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: গ্রামের রাস্তা অত্যন্ত বেহাল, যাতাযাতের অযোগ্য রাস্তার উপর ধানের চারা গাছ পুতে প্রতিবাদ গ্রামবাসীদের। এ নিয়ে শুরু শাসক ও বিরোধী রাজনৈতিক দলের তরজা। গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। রাস্তা পরিণত হয়েছে নর্দমায়। হাঁটু সমান জল ও কাদার উপর দিয়ে করতে হচ্ছে যাতায়াত। সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্রামের শত শত মানুষজন, স্থানীয় পঞ্চায়েতে জানিয়েও কাজ হয়নি। তাই ধানের চারা গাছ পুতেই প্রতিবাদে সামিল হল গ্রামবাসীরা। এদিন সকালের পর তালডাংরা ব্লকের আমডাংরা গ্রাম পঞ্চায়েতের বেনাচাপড়া গ্রামের বাসিন্দারা বেহাল রাস্তার উপর ধানের চারা গাছ পুতে বিক্ষোভে ফেটে পড়লেন। অভিযোগ একাধিকবার পঞ্চায়েতে জানিয়েও কোন কাজ হয়নি, দ্রুত এই রাস্তার সমস্যার সমাধান হোক দাবি গ্রামবাসীদের। উল্লেখ্য গত বাম জমানার শেষের দিকে গ্রামের ভিতর দিয়ে তৈরি হয়েছিল কংক্রিটের এই ঢালাই রাস্তাটি। বর্তমানে নিকাশি ব্যাবস্থা না থাকায় সেই রাস্তার উপর দুই থেকে আড়াই ফুট পলি পড়ে তৈরি হয়েছে নর্দমা এবং জলাসয়ে। কোথাও চিহ্ন নেই আস্ত কংক্রিটের ঢালাই রাস্তার। নর্দমায় ঢাকা পড়েছে ঢালাই রাস্তা। অথচ এই রাস্তা দিয়ে স্থানীয় পোস্ট অফিস এবং গ্রামের কচিকাচাদের স্কুলে যাতায়াত এবং শতশত গ্রামবাসীদের প্রতিনিয়ত যাতায়াত করতে হচ্ছে। অসুবিধার কথা জেনেও সমস্যা সমাধানে কোনো নাম গন্ধ নেই বলে দাবি গ্রামবাসীদের।তবে এই বিষয়ে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা কমিটির সদস্য অর্ঘ্য মন্ডল জানান, গত পঞ্চায়েত নির্বাচনে বেনাচাপড়া গ্রামের ওই বুথ বিজেপি জয়লাভ করেছে। তাই তৃণমূল পরিচালিত পঞ্চায়েত মানুষের সমস্যা সমাধানের কোন চেষ্টাই করছে না। এ সমস্যার সমাধান না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন। অন্যদিকে তৃণমূল পরিচালিত তালডাংরা পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ চন্দ্র রায় জানান, এরকম কোনো অভিযোগ তাদের কাছে কিছু নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখব এবং সত্যি যদি অভিযোগ থেকে থাকে তার দ্রুত সমাধান করার চেষ্টা হবে। তবে বিরোধীদের কাজ মানুষকে ভুল বুঝিয়ে, উল্টাপাল্টা বলে মানুষদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো। দলমত নির্বিশেষে এলাকায় উন্নয়ন চলছে। কোথাও বিজেপি জিতেছে বলে সেখানে উন্নয়ন হবে না একথা ভিত্তিহীন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct