দলের ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার সেনছুড়ি করলেও হার রক্ষা করতে পারল না অস্ট্রেলিয়া। ১০ রানে হার মানল দক্ষিণ আফ্রিকার কাছে। বিশ্বকাপের দৌড় থেকে আগেই ছিটকে যাওয়া দক্ষিণ আফ্রিকার জন্য শনিবারের ম্যাচটি নিয়মরক্ষার হলেও, রীতিমতো লড়াই করলেন ডু প্লেসিরা। তাই ১০ রানে জিতলেনও। বিশ্বকাপের রেকর্ড বলছে, শেষবার ১৯৯২ সালে দক্ষিণ আফ্রিকার কাছে শেষবার হেরেছিল অস্ট্রেলিয়া। মাঝের এই সাতাশ বছরে বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা কখনোই জিততে পারেনি।
অস্ট্রেলিয়া এদিন হেরে যাওয়ায়, গ্রুপ টেবলে দ্বিতীয় স্থানে তারা শেষ করল। অর্থাত্ সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। অন্য দিকে, ভারত পয়েন্ট টেবলে প্রথম স্থানে থাকায়, সেমিফাইনালে কোহলিরা নিউজিল্যান্ডের মুখোমুখি।
এদিন আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২৫ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ডু প্লেসি সেঞুরি করেন। মাত্র পাঁচ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন ফন ডার ডুসেন। জবাবে ৩১৫ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। সেঞ্চুরি হাঁকিয়েছেন ডেভিড ওয়ার্নার (১২২)।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct