আপনজন ডেস্ক: দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে। শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে ভোট গ্রহণ শুরু হয়েছে; চলবে আট ঘণ্টা ধরে। স্থানীয় নির্বাচন কর্মকর্তারা ভোটারদের যত তাড়াতাড়ি সম্ভব ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন। বিদায়ী প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ এবারের নির্বাচনে দ্বিতীয় মেয়াদের জন্য লড়ছেন। তার সঙ্গে মালের মেয়র মোহামেদ মুইজ্জুর তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। দুর্নীতির অভিযোগে গত বছরের ডিসেম্বরে বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিনের ১১ বছরের কারাদণ্ড হয়েছে। ইয়ামিনের জায়গায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুইজ্জু। ৫৭৪টি বুথে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে এক–চতুর্থাংশ বুথই রাজধানী মালেতে। সেখানকার আমিনিয়া স্কুলে ভোটকেন্দ্রে নিযুক্ত এক কর্মকর্তা বলেন, ভোট গ্রহণ শুরুর আগে থেকেই ভোটারদের সারিবদ্ধভাবে অপেক্ষা শুরু করেন। এবারের নির্বাচনে নিবন্ধিত ভোটারের সংখ্যা ২ লাখ ৮২ হাজার। প্রতিদ্বন্দ্বিতা করছেন আট প্রার্থী। মালদ্বীপে কারাবন্দীদেরও ভোট দেওয়ার বিধান আছে। তবে রাজনৈতিক বন্দী যেমন বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন ভোট দিতে পারবেন না।আগের নির্বাচনে সলিহ ৫৮ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছিলেন। তবে এবার তার দলে বিভক্তি দেখা গেছে। তার দল থেকে আরও এক নেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct