আপনজন ডেস্ক: প্রতিরোধ যোদ্ধাদের কাছে হেরে যাচ্ছে মায়ানমারের সামরিক জান্তা- এমন মন্তব্য করেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস-হোর্তা।তিনি বলেছেন, বর্তমানে মায়ানমার জান্তা সরকার দেশটির মাত্র ৩০ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে।একইসঙ্গে মায়ানমারের সামরিক সরকারবিরোধী ছায়া সরকার বলে পরিচিত ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টকেও (এনইউজি) স্বীকৃতি দিয়েছেন তিনি। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বেসামরিক জাতীয় ঐক্য সরকারকে (এনইউজি) মায়ানমারের সরকারি প্রশাসন হিসেবে স্বীকৃতি দেওয়ার পর পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস-হোর্তা বলেছেন, মায়ানমারের সামরিক বাহিনী এই যুদ্ধে জিতছে না। সংবাদমাধ্যম আল জাজিরাকে তিনি বলেছেন, মায়ানমারের সামরিক বাহিনী এই যুদ্ধে জিতছে না। তারা দেশের মাত্র ৩০ শতাংশ নিয়ন্ত্রণ করে। জনগণ এবং সেনাবাহিনীর মধ্যে লড়াই চলছে। এবং সামরিক বাহিনী এই যুদ্ধে জিতবে না। এর আগে গত জুলাই মাসে রাজধানী দিলিতে এনইউজি-এর পররাষ্ট্রমন্ত্রী ড জিন মার অং-এর সঙ্গে বৈঠক করেছিলেন প্রেসিডেন্ট হোসে রামোস-হোর্তা। আর সেই বৈঠকের পর মায়ানমারের জান্তা গত মাসে দেশ থেকে পূর্ব তিমুরের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করে।এছাড়া পূর্ব তিমুর গত বছর অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) এ যোগ দিতে নীতিগতভাবে সম্মত হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct