আপনজন ডেস্ক: কেন্দ্রের সদ্য ঘোষিত নতুন জাতীয় শিক্ষানীতি (এনইপি), ২০২৩ এবং স্কুলগুলিতে ভাষা শেখার ফর্মুলা পরিবর্তন করা বেঙ্গল স্টেট এডুকেশন পলিসি (এসইপি), ২০২৩-এর মধ্যে স্কুল শিক্ষা কাঠামোর একটি উল্লেখযোগ্য পার্থক্য প্রধান বিষয় দাঁড়িয়েছে। ১৭৩ পৃষ্ঠার রাজ্য রিপোর্টটি এই সপ্তাহের শুরুতে রাজ্য সরকার জানিয়েছিল। কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি একটি ৫+৩+৩+৪ পদ্ধতির প্রস্তাব করেছে, যা স্কুলশিক্ষাকে মৌলিক পর্যায়ে (পাঁচ বছর), প্রস্তুতিমূলক পর্যায়ে (তিন বছর), মধ্যপর্যায়ে (তিন বছর) এবং মাধ্যমিক (নবম থেকে দ্বাদশ গ্রেড) পর্যায়ে বিভক্ত করে মোট ১২ বছর।এর বিপরীতে রাজ্য সরকার স্কুল ও উচ্চশিক্ষা উভয়কে অন্তর্ভুক্ত করে রাজ্যের সামগ্রিক শিক্ষা নীতি প্রণয়নকারী কমিটির প্রস্তাব গ্রহণ করে এবং অবহিত করে, যা স্কুল শিক্ষা কাঠামোতে বিদ্যমান ৫+৪ +২+২প্যাটার্নকে সমর্থন করে। রাজ্য সরকারের রিপোর্ট বলছে, পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষার বর্তমান কাঠামো ৫+৪ +২+২প্যাটার্ন অনুসরণ করে। এক বছর প্রাক-প্রাথমিক এবং চার বছরের প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা, চার বছর উচ্চ প্রাথমিক, দুই বছর মাধ্যমিক এবং দুই বছর উচ্চ মাধ্যমিকে চলে যায়।
এতে আরও বলা হয়, রাজ্যে একই প্যাটার্ন অনুসরণ অব্যাহত রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। কাঠামোতে প্রস্তাবিত একমাত্র পরিবর্তন হ’ল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রাথমিক বছরের শিক্ষার প্রথম দুই বছরের অন্তর্ভুক্তি। এর পরে সরকারি বা বেসরকারি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে এক বছরের প্রাক-প্রাথমিক দেওয়া হবে। প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বিদ্যমান কাঠামো আগের মতোই থাকবে। যদিও এনইপি এবং এসইপি উভয়ই স্কুলে “তিন ভাষা নীতি” প্রবর্তনের কথা বলে, তবে উভয়ের মধ্যে পার্থক্যটি সূক্ষ্ম বলে মনে হয়েছিল। যদিও কেন্দ্র প্রস্তাব করেছে, কমপক্ষে পঞ্চম শ্রেণি পর্যন্ত,তবে বিশেষত অষ্টম শ্রেণি বা তার ওপরে - শিক্ষার্থীর মাতৃভাষা বা স্থানীয় বা আঞ্চলিক ভাষা হবে। রাজ্য নীতি কেবল মাত্র উচ্চ প্রাথমিক স্তরে তিন ভাষার ফর্মুলা চালু করতে চায়। পশ্চিমবঙ্গের শিক্ষা নীতি অনুসারে, পরিকাঠামো ও সম্পদের প্রাপ্যতার উপর নির্ভর করে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য স্কুলগুলিতে তিন ভাষার ফর্মুলা চালু করা হবে। বিদ্যালয়ের প্রথম ভাষা (মাতৃভাষা) শিক্ষার মাধ্যম হবে যেমন নেপালি মিডিয়াম স্কুলে নেপালি, সাঁওতালি মিডিয়াম স্কুলে সাঁওতালিলি, রাজবংশী মিডিয়াম স্কুলে রাজবংশী, বাংলা মিডিয়াম স্কুলে বাংলা, ইংলিশ মিডিয়াম স্কুলে ইংরেজি, উর্দু মিডিয়াম স্কুলে উর্দু, হিন্দি মিডিয়াম স্কুলে হিন্দি, কুর্মালি মিডিয়াম স্কুলে কুর্মালি ইত্যাদি। দ্বিতীয় ভাষা ইংরেজি (অ-ইংরেজি মাধ্যমে) বা শিক্ষার্থীর পছন্দের উপর নির্ভর করে প্রথম ভাষা ব্যতীত অন্য কোনও ভাষা হতে পারে। তৃতীয় ভাষা প্রথম এবং দ্বিতীয় ভাষা ব্যতীত শিক্ষার্থীর পছন্দ করা অন্য কোনও ভাষা হতে পারে। তবে পশ্চিমবঙ্গের শিক্ষা নীতিতে আরও বলা হয়েছে, থ্রি-ল্যাঙ্গুয়েজ ফর্মুলা শুধুমাত্র উচ্চ প্রাথমিক স্তরের জন্য প্রযোজ্য হবে। কারণ প্রাথমিক পর্যায়ে ভাষা শেখার ক্ষমতার বোঝা হওয়া উচিত নয়, সেই বয়সে শিক্ষার্থীদের বিকাশের প্রয়োজন এবং দক্ষতার কথা মাথায় রেখে। যদিও ২০২৩ সালের জাতীয় শিক্ষানীতি-তে বলা হয়েছে, ‘তিন ভাষার ফর্মুলা’ স্কুলগুলিতে প্রয়োগ অব্যাহত থাকবে, যেখানে তিনটি ভাষার মধ্যে দুটি ভারতের স্থানীয় ভাষা হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct