এম মেহেদী সানি, বারাসত: বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনকে নবরূপে সু-সজ্জিত করে গড়ে তোলার লক্ষ্যে সাম্প্রতিক সময়ে গঠিত নয়া কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো শুক্রবার ৷ জানা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস বারাসাত স্টেডিয়াম পরিদর্শন করে মাঠকে খেলার উপযোগী করে তুলতে উদ্যোগী হন ৷ সেই মত রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কে চেয়ারম্যান, নারায়ণ গোস্বামী কে কনভেনার, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ও সেচমন্ত্রী পার্থ ভৌমিক কে সদস্য করে একটি কমিটি করা হয়। সেই কমিটিতে জেলাশাসক ও অন্যান্য আধিকারিকদের কেও রাখা হয় । শুক্রবার সেই কমিটির বৈঠক ছিল স্টেডিয়ামে ।
বৈঠক উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি ও বিধায়ক নারায়ণ গোস্বামী, জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী, পুলিশ সুপার মাননীয় ভাস্কর মুখার্জী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা ৷ বৈঠক শেষে তাঁরা মাঠ পরিদর্শন করেন ৷
বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনের কৃত্রিম ঘাস সরিয়ে আগামী মরশুম থেকেই প্রথম শ্রেণীর ফুটবল থেকে সব ধরনের ফুটবল খেলা শুরু হওয়ার সম্ভাবনার কথা জানান নারায়ণ গোস্বামী, বৈঠক শেষে তিনি আরও জানান, অ্যস্ট্রোটার্ফ সরিয়ে স্বাভাবিক ঘাস লাগানোর কাজ পুজোর আগেই শুরু হবে।
পাশাপাশি স্টেডিয়ামে মধ্যে থাকা সুমিংপুলের সংস্কার ও একটি মুক্তমঞ্চও তৈরি করা হবে ৷ জেলা পরিষদ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে প্রায় ৮৫ লক্ষ টাকা ব্যয় করে মাঠটিতে স্বাভাবিক ঘাস লাগিয়ে খেলার উপযোগী করে তোলা হবে বলেও জানান নারায়ন ৷ খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন এই স্টেডিয়াম আমাদের গর্ব । তাই তার সঠিক সংস্কার করে তাকে খেলার উপযোগী করে তোলার সব রকম ব্যবস্থাই করা হবে।
উল্লেখ্য বর্তমান সরকারের আমলেই বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে কৃত্রিম ঘাস লাগানো হয়েছিলো তৎকালীন চাহিদা অনুসারে। বর্তমানে আস্ট্রোটার্ফ অচলন হওয়াতে বারাসাত স্টেডিয়ামে ফুটবল খেলা বন্ধ হয়ে যায় । আগামী দিনে বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন আবারও এক অনন্য রূপ পেতে চলেছে বলে মনে করছেন ক্রীড়াপ্রেমীরা ৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct