আপনজন ডেস্ক: আগামী বছরের সাধারণ নির্বাচনের আগে শুক্রবার ছয়টি রাজ্যের সাতটি আসনের উপনির্বাচনে বিরোধী জোটের সদস্যরা চারটি জয় লাভ করেছে। বিজেপি জিতেছে তিনটি আসনে। ছ’রাজ্যের সাতটি বিধানসভা আসনের উপনির্বাচনে এনডিএ তথা বিজেপিকে পিছনে ফেলেছে ‘ইন্ডিয়া’। তা-ও আবার ‘পূর্ণ ঐক্য’ ছাড়াই। মঙ্গলবার পশ্চিমবঙ্গের ধূপগুড়ি, ত্রিপুরার ধনপুর ও বক্সানগর, কেরালার পুদুপল্লি, ঝাড়খণ্ডের ডুমরি, উত্তরাখণ্ডের বাগেশ্বর এবং উত্তর প্রদেশের ঘোসি আসনে বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। শুক্রবার তার ফল প্রকাশ হয়েছে। রাজ্যের ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে রাজ্যের শাসক দল তৃণমূলের প্রার্থী নির্মল চন্দ্র রায় জয়ী হয়েছেন। তিনি বিজেপির তাপসী রায়কে পরাজিত করেছেন।
দেশে সাতটি উপনির্বাচনের মধ্যে চারটি কেন্দ্রে জিতেছে ‘ইন্ডিয়া’র চার শরিক— কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)। তিনটি পেয়েছে বিজেপি। আগামী নভেম্বর-ডিসেম্বরে হিন্দি বলয়ের তিন গুরুত্বপূর্ণ রাজ্য, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থানের পাশাপাশি দাক্ষিণাত্যের তেলঙ্গানা এবং উত্তর-পূর্বের মিজোরামে বিধানসভা ভোট হওয়ার কথা। তার আগে উপনির্বাচনের এই ফল বিজেপিকে কিছুটা চাপে রাখবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। ঝাড়খণ্ডের ডুমরি কেন্দ্রে জয়ী হয়েছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বেবী দেবী, কেরালার পুদুপল্লি কেন্দ্রে জয়ী হয়েছেন কংগ্রেসের চণ্ডী ওমেন। ত্রিপুরার বক্সানগর ও ধনপুর কেন্দ্রে জয়ী হয়েছেন যথাক্রমে তাফাজ্জাল হোসাইন এবং বিন্দু দেবনাথ। এরা উভয়েই বিজেপি প্রার্থী। উত্তরাখণ্ডের বাগেশ্বর কেন্দ্রে বিজেপির পার্বতী দাস জয়ী হয়েছেন। উত্তর প্রদেশের ঘোসী কেন্দ্রে জয়ী হয়েছেন সমাজবাদী পার্টির সুধাকর সিং। ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় ৷
রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি নেতৃত্বাধীন ‘এনডিএ’ জোটের চেয়ে বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে আছে বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘উপনির্বাচনের যা ট্রেন্ড তাতে দেখা যাচ্ছে ‘ইন্ডিয়া’ বনাম ‘এনডিএ’ জোটের লড়াইতে ‘ইন্ডিয়া’ এগিয়ে রয়েছে। এমনকী উত্তরপ্রদেশেও সর্বশক্তি দিয়ে বিজেপি মাঠে নামলেও সেই আসনে সমাজবাদী পার্টি তারা হাসছে। তাদের মুখে হাসি ফুটেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct