নিজস্ব প্রতিবেদক, সুতাহাটা, আপনজন: সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত হোড়খালি গ্রাম পঞ্চায়েতের ফিঙ্গা গ্রামে বাড়ি ভেঙে চাপা পড়ে মারা গেল এক গৃহবধূ। ওই গৃহবধূর নাম শেফালী কালসা বয়স (২৫ বছর)। স্বামী প্রসেনজিৎ কালসা তামিলনাড়ুতে শ্রমিক হিসাবে কর্মরত। পরিবারে এক মেয়ে এক ছেলে আছে। স্থানীয় বাসিন্দারা বলেন বৃহস্পতিবার রাত্রি ১২ টার সময় হটাৎ করে এক শব্দ হয় বাড়ির বাহিরে বেরিয়ে দিখি শেফালীর ঘর ভেঙে গেছে ভিতর থেকে বাচ্চাদের চিৎকার আর কান্না,দ্রুত প্রতিবেশি দের সহযোগিতায় চালা সরিয়ে ঐ গৃহবধূর কে উদ্ধার করে ততক্ষণে মারা যায় ঐ মহিলা,আহত অবস্থায় বাচ্চাদের হসপিটালে নিয়ে গিয়ে চিকিত্সা করে বাড়ি নিয়ে আসে। স্থানীয়দের অভিযোগ শেফালীর মাটির বাড়ি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা প্রাক্তন স্থানীয় পঞ্চায়েত সদস্যা কৃষ্ণা পাত্র কালসা কে বার বার আবেদন করে সেই সঙ্গে তৎকালীন গ্রাম পঞ্চায়েতের প্রধান করবী কালসাকে আবেদন জানিয়ে ছিল তা সত্ত্বেও ঘর পায়নি বলে অভিযোগ। শেফালীর শাশুড়ি বলেন, সরকার থেকে বাড়ি পেলে আমার পুত্রবুধুর এই অকাল মৃত্যু দেখতে হত না আমাকে। নাতি নাতনীও মা হারাতাম না। স্থানীয় প্রশাসনের কাছে দুই সন্তানের পড়াশোনার খরচ বহনের আবেদন করেন। স্থানীয় প্রাক্তন পঞ্চায়েত সদস্যা কৃষ্ণা পাত্র কালসা বলেন ঘরের তালিকায় নাম আছে সরকার থেকে টাকা ছাড়েনি, আমি যথাসাধ্য সহযোগিতা করেছি।এই মৃত্যুতে আমি গভীর শোকাহত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct