অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: ক্রেতা সুরক্ষা বিষয়ক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। ক্রেতা সুরক্ষা দপ্তরের তরফে আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা, জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) আবুল কালাম আজাদ ইসলাম, মহকুমা শাসক (গঙ্গারামপুর) পি প্রমথ, গঙ্গারামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দাওয়া শেরপা, গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি সরকার, জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) মৃন্ময় ঘোষ সহ আরো অনেকে। গঙ্গারামপুর শহরের দেবীকোঠ ভবনে আয়োজিত এই আলোচনা সভায় ক্রেতা সুরক্ষা দপ্তরের অন্তর্গত কনজিউমার ক্লাবের ৩০ টি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের হাতে এদিন তুলে দেয়া হয় দশ হাজার টাকার চেক। মূলত ক্রেতা সুরক্ষা দপ্তরের মাধ্যমে উপভোক্তরা কিভাবে উপকৃত হবেন, উপভোক্তরা কোন কারণে প্রতারিত হলে কিভাবে আইনি সহায়তা পেতে পারেন সেই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এই আলোচনা সভায়। এ বিষয়ে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানান, ‘ক্রেতা সুরক্ষা সম্পর্কিত বিষয়গুলিতে সচেতনতা বৃদ্ধি করবার জন্য আমাদের দপ্তরের তরফে স্কুল গুলোকে বেছে নেওয়া হয়েছে। আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার যে ৩০ টি বিদ্যালয়ে কনজিউমার ক্লাব রয়েছে, সেই সমস্ত প্রত্যেকটি ক্লাব থেকে অন্তত দু’জন করে প্রতিনিধিকে আজ এখানে উপস্থিত থাকার বিষয়ে বলা হয়েছে। স্কুলের পাশাপাশি এবার থেকে কলেজেও এই ইউনিট খোলা হচ্ছে। বিদ্যালয়, মহাবিদ্যালয় থেকে শুরু করে সর্বস্তরের মানুষের কাছে আমরা সচেতনতামূলক এই বার্তা পৌঁছে দিতে চাইছি।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct