জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: ঝালদা পুরসভা নিয়ে বিপাকে পড়ল কংগ্রেস। বুধবার রাতে পুরুলিয়ার বাঘমুন্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতোর কার্যালয়ে নির্দল পুরপ্রধান শিলা চট্টোপাধ্যায় - সহ কংগ্রেসের ৪ জন কাউন্সিলর সদলবলে তৃণমূলে যোগদান করেন তৃণমূলে সদ্য যোগ দেওয়া কংগ্রেসের ৪ জন কাউন্সিলরের নাম নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু, বিজয় কান্দু, পিন্টু চন্দ্র ও সোমনাথ (রঞ্জন) কর্মকার। এবিষয়ে বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত বলেন, মুখ্যমন্ত্রীর উন্নয়নের কর্মযজ্ঞে শামিল হতে চেয়েছিলেন কংগ্রেসের ৪ জন কাউন্সিলর সহ নির্দল পুরপ্রধানকে দলীয় নির্দেশ মেনে তৃণমূলে গ্রহণ করা হল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct