মোহাম্মদ সানাউল্লা, লোহাপুর, আপনজন: নলহাটি ২ নম্বর ব্লকে পঞ্চায়েত নির্বাচনে ফলাফল খারাপ করেছে তৃণমূল। এর কারণ খতিয়ে দেখতে বৃহস্পতিবার দুপুরে ভগলদিঘী গ্রামে দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করেন নব নির্বাচিত জেলা সভাধিপতি কাজল সেখ। একই সঙ্গে লোহাপুরে ব্লক তৃণমূলের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে নেতৃত্বদের সঙ্গে কথাও বললেন তিনি। এক প্রশ্নের উত্তরে তিনি জানালেন এলাকার মানুষ জনের সঙ্গে সৌহার্দ্য ভাব বজায় রাখতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলি দিয়েছেন সেগুলি মানুষের কাছে পৌঁছাতে হবে। সেই সঙ্গে এই ব্লকের উপযুক্ত ব্লক নেতৃত্ব কিছু দিনের মধ্যেই নির্বাচিত করে দেব। সেই নির্বাচিত ব্লক নেতৃত্বই এখানে নেতৃত্ব দেবে । কোন রকম পিছিয়ে যাওয়ার বা হতাশ হওয়ার জায়গা নেই। তাকে প্রশ্ন করা হয় পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিতে দুর্নীতি মূলক কাজ হলে তিনি কিভাবে প্রতিরোধ করবেন। সেই প্রশ্নের জবাবে কাজল শেখ বলেন আগেও কোন দুর্নীতি হয়নি, আগামী দিনেও কোন দুর্নীতি হবে না। শুধু তাই নয়, এদিন সংবর্ধনা অনুষ্ঠানে তিনি দাবি করলেন তার দলের নির্বাচিত সদস্যদের পাশাপাশি বিরোধী দলের সদস্যরাও পাশে এক সঙ্গে ছিলেন এবং তাদেরকেও তিনি জেলা পরিষদে আসতে অনুরোধ করেছেন। বীরভূমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ভাবনা সোনার বাংলা করতে হবে। সোনার বাংলা গঠনের জন্য সোনার বীরভূম করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct