আপনজন ডেস্ক: ইউরোপে গৃহহীনের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। নতুন এক রিপোর্টে দেখা গেছে, সেখানে গৃহহীনের সংখ্যা বেড়ে ১০ লাখে দাঁড়িয়েছে । খবর দ্য গার্ডিয়ানের। সেখানে গৃহহীনদের নিয়ে কাজ করে ফেডারেশন অব ন্যাশনাল অরগানাইজেশনস জানিয়েছে, গৃহহীনদের এই সংখ্যা প্রমাণ করে আবাসন ব্যবস্থার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে ইউরোপের দেশগুলো, যা মানুষের মৌলিক অধিকার। সংগঠনটি জানিয়েছে, প্রত্যেক রাতে অন্তত ৮ লাখ ৯৫ হাজার মানুষ গৃহহীন অবস্থায় থাকে, যা মার্সেই বা তুরিনের মতো শহরের জনসংখ্যার সমান। ফেয়ান্টসার পরিচালক ফ্রিক স্পিনউইজন বলেছেন, ইউরোপের বেশির ভাগ সরকার সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে ও সাধারণ জনগণকে হতাশ করছে। পাশাপাশি অকার্যকরভাবে সমস্যা পরিচালনা করার জন্য সম্পদের অপচয় করছে। গত বছর সরকারগুলো প্রতিশ্রুতি দিয়েছিল ২০৩০ সালের মধ্যে সমস্যা সমাধান করার। কিন্তু প্রতিবেদন অনুযায়ী, সমস্যা আরো প্রকট আকার ধারণ করেছে। যদিও এক্ষেত্রে কিছুটা উন্নতি করেছে ফিনল্যান্ড ও ডেনমার্ক। এদিকে গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম ছয় মাসে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) অভিবাসন-প্রত্যাশীদের আশ্রয় আবেদন বেড়েছে ২৮ শতাংশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct