আপনজন ডেস্ক: ফ্রান্সে বসবাসকারী এক তৃতীয়াংশেরও বেশি লোক দিনে তিন বেলা খেতে পারেন না। অভাবের কারণে খাদ্য ও চিকিৎসা ব্যয়ের মতো প্রয়োজনীয় খরচও কমাতে বাধ্য হন তারা। ফরাসি সংস্থা সেকোরস পপুলায়ার (পিপলস রিলিফ) এর পক্ষে বহুজাতিক বাজার গবেষণা এবং পরামর্শক সংস্থা ইপসোস এর পরিচালিত এক সমীক্ষায় এই তথ্য ওঠে এসেছে। প্রভার্টি ব্যারোমিটার বলেছে, ফ্রান্সে বেশিরভাগ লোক, সংখ্যার দিক থেকে বললে প্রায় ৭২ শতাংশ; খাবারের খরচ কমাতে মাংস খাওয়া সীমিত করে ফেলে। ইপসোস ১৭ এবং ১৮ জুন এই গবেষণা কাজে ৯৯৬ জন ফরাসি নাগরিকের টেলিফোন সাক্ষাত্কার নিয়েছে যাদের বয়স ১৬ বছর বা তার বেশি।জরিপে অংশগ্রহণকারী ৪৩ শতাংশ বলেছেন তারা আর প্রতিদিন ফল এবং শাকসবজি খাওয়ার সামর্থ্য রাখেন না। সমীক্ষা অনুসারে, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং উচ্চ মূল্য পূর্বের চেয়ে আরও বেশি ফরাসিদের দারিদ্র্যসীমার নিচে নিমজ্জিত করছে। মোট ৫৩ শতাংশ অংশগ্রহণকারী বলেছেন এখন তারা আর টাকা জমাতে পারেন না এবং ১৮ শতাংশ বলেছেন তাদের ব্যাংকদেনা আগের বছরের তুলনায় তিন শতাংশ বড়েছে। জরিপে অংশগ্রহণকারী করা মোট ৪৫ শতাংশ ফরাসি জনগণ বলেছেন তারা তাদের সম্পূর্ণ চিকিৎসা ব্যয়ের দিতে অক্ষম, এই সংখ্যাটি গত বছরের চেয়ে ছয় শতাংশ বেশি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct