আজিজুর রহমান, গলসি, আপনজন: এক মহিলার জমির প্রবেশ পথ দখল করে কংক্রিটের পার্টি অফিস নির্মান করার অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গলসি ১ নং ব্লকের জাগুলিপাড়া গ্রামে। জমির মালিক তাবাসুমআড়া বেগম ও তার স্বামী মোজাম্মেল হকের অভিযোগ, পারাজ অঞ্চল তৃণমূল সভাপতি সেখ আবুবক্কর, গ্রাম তৃণমূল সভাপতি জাকির মোল্লা, গ্রামের তৃণমূল নেতা রাঙা মোল্লা, সেখ সকুনা, রজক সেখরা জোর করে ওই নির্মাণ করছে। তারা বিষয়টি নিয়ে গ্রামের নেতাদের অনুরোধ করলেও কোন কর্নপাত করেননি। বর্তমানে গায়ের জোরে এখন চলছে প্লাস্টারের কাজ। ওই তৃনমুল নেতাদের ভয়ে শঙ্কিত ওই মহিলা ও তার স্বামী। বিষয়টি নিয়ে আইনের দারস্ত হয়েছেন মহিলা। তাছাড়াও বিষয়টি নিয়ে বিডিও অফিসেও জানিয়েছেন তারা। জানতে পারা গিয়েছে, পারাজ শিল্লাঘাট রোড়ের জাগুলি পাড়া বাসস্ট্যান্ডের পাশেই মহিলার ৩০ শতক একটি ভিটি জায়গা আছে। যা তিনি স্বামীর কাছ থেকে হেবানামা দলিলে মালিক হয়েছেন। অভিযোগ, রাস্তা থেকে সেই জায়গায় ঢোকার মুখ’ অর্থাৎ সামনের পথ দখল করে পার্টি অফিস নির্মান করছেন তৃণমূল নেতারা। তবে গ্রাম তৃণমূল সভাপতি তথা পারাজ অঞ্চল তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি মোল্লা জাকির হোসেনের দাবী,” যে জায়গায় চালাঘর নির্মান করে পার্টি অফিস হচ্ছে সেটি সরকারি জায়গা। মহিলার জমিতে ঢোকার ৫০ ফুট ফন্ট পরে আসে। তাছাড়া আগে থেকে জায়গায় তাদের পার্টি অফিস ছিল। সেটিই ভেঙে পরায় নতুন করে নির্মাণ করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct