আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: আদালতের নির্দেশে পি ডব্লিউডির জায়গায় তৈরি হওয়া একটি দোকান বুলডোজার দিয়ে ভেঙে দিল শান্তিপুর পৌরসভা। দোকান ভাঙ্গার ঘটনায় পৌরসভার চেয়ারম্যান কে চরা সুরে আক্রমণ করে দোকানের মালিক সহ তার পরিবার। যদিও বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে চলে দোকান ভাঙ্গার কাজ। ঘটনাটি নদিয়ার শান্তিপুর ১ নম্বর রেলগেট সংলগ্ন রাজপথের পাশের একটি ফাস্টফুডের দোকানের। জানা যায় ওই জায়গায় একটি ফাস্টফুডের দোকান তৈরি হয় পিডাবলুডির জায়গায়, দোকানের মালিক বিজয় সরকারকে একাধিকবার নোটিশ করে শান্তিপুর পৌরসভা দোকানটি সরিয়ে অন্যত্র করার জন্য। জানা যায় তবুও সেই নোটিশের কোন উত্তর দেয়নি দোকানের মালিক। এরপর আদালতে চলে মামলা। আজ আদালতের নির্দেশ অনুযায়ী শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনীকে সাথে নিয়ে বুলডোজার পাঠিয়ে ওই দোকানটি ভাঙ্গার কাজ শুরু করে পৌরসভার প্রতিনিধিরা। প্রথমে দোকান ভাঙতে গিয়ে পুলিশ প্রশাসন ও পৌরসভার প্রতিনিধিদের সামনে একাধিক ক্ষোভ উগড়ে দেন দোকানের মালিকসহ তার পরিবার। দোকানের মালিক বিজয় সরকারের অভিযোগ গোটা শান্তিপুর শহর জুড়ে পি ডব্লিউডির জায়গা থেকে শুরু করে পৌরসভার অধীনস্থ ফুটপাত দখল করে অনেকেই দোকান করেছেন, কিন্তু তাদের বেলায় কেন পদক্ষেপ নিচ্ছে না পৌরসভা। আমরা এই ফাস্টফুডের দোকান চালিয়ে সংসার চালাই, আজ আমাদের পরিবার খাবে কি। যদিও শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান কে উদ্দেশ্য করে একাধিক মন্তব্য করতে থাকেন দোকানের মালিক ও তার পরিবার। অন্যদিকে কান্নায় ভেঙে পড়েন তারা। যদিও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ অফিসার হরনাথ বিশ্বাস। এ প্রসঙ্গে পৌরসভার প্রতিনিধিরা জানিয়েছেন,পি ডব্লিউডির জায়গা দখল করা ৪ ফুট ভেঙে দেওয়া হয়, এরপর আরো কয়েক ফুট চিহ্নিত করে দেওয়া হয় যা ওই দোকানদার ভেঙে নেবেন। অন্যদিকে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষকে প্রশ্ন করলে তিনি বলেন, আইন মেনেই কাজ করেছে পৌরসভা, এছাড়াও আদালতের নির্দেশ অনুসারে দোকানটি ভাঙ্গা হয়েছে। আগামী দিনে ফুটপাথ দখলকারীদের জন্য একই পদক্ষেপ নেবে পৌরসভা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct