আপনজন ডেস্ক: স্রোতের বিপরীতেই চলছিলেন মিচেল স্টার্ক। যেখানে আইপিএলে খেলা এখন সব ক্রিকেটারের স্বপ্ন, সেখানে স্টার্ক আইপিএলের মোটা অঙ্কের অর্থ উপার্জনের সুযোগ বারবার দূরে ঠেলে দিয়েছেন। হাশিম আমলা-জো রুটরা বহুবার ‘না’ বলেও শেষ পর্যন্ত দূরে থাকতে পারেননি আইপিএল থেকে। স্টার্কও এবার আইপিএলে ফিরতে চান। আগামী মৌসুমে ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে দেখা যেতে পারে এই অস্ট্রেলিয়ান ফাস্ট বোলারকে। তিনি নিজেই জানিয়েছেন এমন। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ফাস্ট বোলার কখনো আইপিএল খেলেননি, তা নয়। ২০১৪ ও ২০১৫ সালে খেলেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। ২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্স তাঁকে কিনলেও ডান পায়ের পেশিতে ব্যথার কথা জানিয়ে ভারতে যাননি। এরপর আর আইপিএলের প্রতি আগ্রহ দেখাননি স্টার্ক। ১০০ টেস্ট খেলার জন্যই আইপিএলের মতো টুর্নামেন্ট থেকে দূরে থেকেছেন স্টার্ক। অস্ট্রেলিয়ার এ পেসার বলেছিলেন, ‘অস্ট্রেলিয়ার হয়ে ক্যারিয়ার দীর্ঘায়িত করতে নির্দিষ্ট কিছু জিনিস (আইপিএল) থেকে দূরে থাকি। এ সিদ্ধান্তে আমি অটল থাকার চেষ্টা করি। হ্যাঁ, টাকা উপার্জন করা ভালো ব্যাপার। কিন্তু আমার কাছে ১০০ টেস্ট ম্যাচ খেলা বেশি গুরুত্বপূর্ণ। সে মাইলফলক ছুঁতে পারব কি না, জানি না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct