সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: এবার প্রকাশ্য মঞ্চ থেকে এবার রাজনৈতিক নেতাদের বেঁধে রাখার নিদান দিলেন এক কুড়মী নেতা। পাশাপাশি জঙ্গল মহল থেকে রাজনৈতিক দলকে উৎখাত করার ডাক দিলেন আদিবাসী কুড়মী সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য সুরজিত মাহাত। পাশাপাশি শাসক দলের বিরুদ্ধেও সুর চড়ান তিনি। উল্লেখ্য, গতকাল ৬ সেপ্টেম্বর কালা দিবসের ডাক দেয় আদিবাসী কুড়মী সমাজ। সেই উপলক্ষ্যে, বুধবার রাইপুরে একটি কর্মসূচীর ডাক দেয় আদিবাসী কুড়মী সম্প্রদায়। প্রথমে রাইপুর বাজার এলাকায় একটি র্যালি করা হয় আদিবাসী কুড়মী সমাজের পক্ষ থেকে। এরপর রাইপুরের খাতড়া বাস স্ট্যান্ডে একটি জনসভার আয়োজন করা হয়। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে আদিবাসী কুড়মী সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য স্বপন মাহাত রাজনৈতিক নেতারা গ্রামে গেলে তাদের বেঁধে রাখার নিদান দেন। পাশাপাশি শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে জঙ্গল মহল থেকে রাজনৈতিক দল কে উৎখাত করার ডাক দেন তিনি। পরে এই বিষয়ে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে তার বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে নিজের বক্তব্যে অনড় থাকেন তিনি। তবে তার বক্তব্য প্রসঙ্গে সংগঠনের সদস্য সঞ্জয় মাহাতর দাবী, গাছে বেঁধে রাখা বলতে তিনি রাজনৈতিক প্রতিরোধের কথা বলেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct