আপনজন ডেস্ক: ঘরের মাঠে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দলে সুযোগ হয়নি ওপেনার শিখর ধাওয়ানের। গত মঙ্গলবার ১৫ জনের দল ঘোষণা করে ভারত। আইসিসির টুর্নামেন্টে সফল হলেও ধাওয়ানকে এখন আর ওয়ানডে দলে ভাবা হয় না। গত ডিসেম্বরে সর্বশেষ ওয়ানডে খেলা ধাওয়ান সোশ্যাল মিডিয়া এক পোস্টে নিজের মনোভাব প্রকাশ করেছেন।সেই সঙ্গে দলকে জানিয়েছেন শুভ কামনা। ভারতের হয়ে ২০১৫ এবং ২০১৯ বিশ্বকাপ খেলেছেন ধাওয়ান। সেই দুই আসরে তার ব্যাটিং গড় ছিল যথাক্রমে ৪৪.১১ এবং ৫৩.৭০। হাঁকিয়েছিলেন তিনটি সেঞ্চুরি।বিশ্বকাপের রান তাড়া করার ইনিংসগুলোর প্রতিটিতেই তিনি ৫০ বা তার বেশি রান করেছিলেন। কিন্তু অভিজ্ঞ এই ব্যাটার অনেক দিন ধরেই ভারতের মূল দলের বাইরে। এবারের বিশ্বকাপে ভারতীয় দলের ইনিংস উদ্বোধনের দায়িত্ব দেওয়া হয়েছে অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমন গিলের ওপর। মূলত ফর্ম হারিয়ে দল থেকে বাদ পড়েছেন ধাওয়ান। তার জায়গাতেই সুযোগ পেয়ে দুর্দান্ত ব্যাটিং করে ওপেনিংয়ে জায়গা পাকা করে ফেলেছেন শুভমান গিল। বিশ্বকাপ দল থেকে বাদ পড়া ধাওয়ান সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লিখেছেন, ‘এবারের বিশ্বকাপের জন্য আমার যেসব বন্ধু এবং সতীর্থ সুযোগ পেয়েছেন, তাদের অভিনন্দন। ১৫০ কোটি মানুষের আশা এবং আশীর্বাদ তোমাদের সঙ্গে রয়েছে। আশা করি কাপ ঘরে নিয়ে আসবে এবং তোমরা সকলকে গর্বিত করবে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct