আপনজন ডেস্ক: সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়তে মরিয়া ইসরাইল। এজন্য বহুদিন ধরেই চেষ্টা চালাচ্ছিল দেশটি। কিন্তু এক্ষেত্রে সবসময় বাঁধা হয়ে দাঁড়াতো ফিলিস্তিন। তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। ধারণা করা হচ্ছে, সৌদি আরবের প্রস্তাবিত অর্থের বিনিময়ে ইসরাইল-সৌদির কূটনেতিক সম্পর্ক গড়ার বিষয়ে এবার নমনীয় হতে পারে ফিলিস্তিন। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি নিয়ে আলোচনা করতে বুধবার সৌদি আরবের উচ্চপদস্থ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসেছিল ফিলিস্তিনের শাসক দল প্যালিস্টিনিয়ান অথরিটির (পিএ) প্রতিনিধি দল। তারা এখন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠকে বসবে। তবে সৌদির সঙ্গে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক গড়ার ক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দিয়েছে ফিলিস্তিন। তারা বলেছে, বিপুল পরিমাণ অর্থের পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরের ওপর তাদের আরও নিয়ন্ত্রণ দিতে হবে। সৌদি-ইসরাইলের মধ্যে সম্পর্ক গড়তে দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবেই এ ব্যাপারে আলোচনায় বসেছে প্যালিস্টিনিয়ান অথরিটি। ইসরাইল-সৌদির সম্পর্কের বিষয়টি পুরোটি দেখভাল করবে যুক্তরাষ্ট্র।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct