আপনজন ডেস্ক: আইনি সহায়তার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ নারী পুরস্কার পেতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের মুসলিম অ্যাটর্নি রাউলা আলাউচ। ২০২৩ সালে উইম্যান অব দ্য ইয়ার হিসেবে ব্যতিক্রমী অবদানের জন্য নির্বাচিত ১০ নারীর মধ্যে তাঁর নামও অন্তর্ভুক্ত করা হয়। ব্রিকার গ্রেডন ল ফার্মে তিনি ট্রায়াল অ্যাটর্নি হিসেবে কাজ করছেন। আগামী ১৯ অক্টোবর গ্রেটার সিনসিনাটিতে তাঁদের সম্মাননা দেওয়া হবে। নাগরিক অধিকার রক্ষাসহ আমেরিকান মুসলিমদের আইনি সহায়তার জন্য তিনি সবার কাছে সুপরিচিত। যুক্তরাষ্ট্রের আইনজীবীদের সংগঠন আমেরিকান বার অ্যাসোসিয়েশনের সেন্টার ফর হিউম্যান রাইটস বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন তিনি। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মুসলিম আইনি সহযোগিতা সংস্থা দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। রাউলা আলাউচ যুক্তরাষ্ট্রের উইসকনসিনে জন্মগ্রহণ করেন।সিরিয়ান বংশোদ্ভূত তাঁর বাবা ও মা চিকিৎসাবিষয়ক উচ্চশিক্ষার জন্য গত সত্তরের দশকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ সম্মাননাগুলোর মধ্যে সিনসিনাটি এনকোয়ারার অন্যতম। ১৯৬৮ সাল থেকে স্বেচ্ছাসেবা, জনহিতৈষী ও শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য নারীদের এ সম্মাননা দেওয়া হয়। দ্য এনকোয়ারার উইমেন অব দ্য ইয়ারের আওতায় গত ৫০ বছরে পাঁচ শতাধিক নারী অনন্য কৃর্তির জন্য এ পুরস্কার অর্জন করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct